মথুরা, ১৬ ডিসেম্বর: ঘন কুয়াশার জেরে ফের সড়ক দুর্ঘটনা। গতকাল, সোমবার থেকেই দিল্লি, উত্তরপ্রদেশে ঘন কুয়াশা দেখা দিচ্ছে। মূলত পশ্চিমিঝঞ্ঝার জন্য এই কুয়াশার দাপট বলে মনে করছে হাওয়া অফিস। আর সেই কুয়াশার জেরে আজ, মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মথুরার দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে। এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের, জখম ৭০। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের মথুরাতে দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার জেরে পরপর সাতটি বাস ও তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তারপরেই একাধিক গাড়িতে আগুন ধরে যায়। যার ফলে বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে উত্তরপ্রদেশ পুলিশ। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, গাড়িগুলিতে আগুন লেগে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে চারজনের। আর এই দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ও জখমদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণেপ ঘোষণা করেছেন মোদি।