ন্যাশনাল হেরাল্ড মামলা: আপাতত স্বস্তিতে সোনিয়া ও রাহুল গান্ধী
বর্তমান | ১৬ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর: ন্যাশনাল হেরাল্ড মামলায় স্বস্তিতে কংগ্রেস নেত্রী সোনিয়া ও রাহুল গান্ধী। তাঁদের বিরুদ্ধে ইডির আর্থিক তছরুপ সংক্রান্ত অভিযোগ ও যুক্তি শুনল না দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। শুধুই সোনিয়া-রাহুল নন, এই মামলায় বাকি অভিযুক্তদের ক্ষেত্রেও একই পর্যবেক্ষণ আদালতের। তবে ন্যাশনাল হেরাল্ড মামলায় তদন্ত চালিয়ে যাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনটাই জানিয়েছে আদালত। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ছিল ইডির।সেই সংক্রান্ত বিষয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও ইডির দাবি শোনেননি বিচারক। এই মামলার শুনানিতে তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যক্তিগত স্তরে আর্থিক তছরুপের অভিযোগ করা হয়েছে। কোনও এফআইআর দায়ের করাই হয়নি। তাই এই মামলার কোনও গুরুত্ব নেই। আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এও বলে, এই মামলায় দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা পৃথক এফআইআর দায়ের করেছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া, রাহুল ছাড়াও নাম রয়েছে স্যাম পিত্রোদা, সুমন দুবে, সুনীল ভাণ্ডারী এবং ইয়ং ইন্ডিয়ান ও ডোটেক্স মার্চেনডাইসের।বিজেপি নেতা সুব্র্যহ্মণম স্বামীর অভিযোগের ভিত্তিতে ২০২১ সালে এই মামলার তদন্ত শুরু করে ইডি। গোটা বিষয়টি গান্ধীনগরের গোষ্ঠী করেছে বলে আজ, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তোপ দাগে কংগ্রেস।