যুবভারতী কাণ্ড: বিধাননগর পুলিশকে সিট গঠনের নির্দেশ তদন্ত কমিটির
বর্তমান | ১৬ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবভারতীতে বিশৃঙ্খলা কাণ্ডে একাধিক নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া তদন্ত কমিটি। আজ, মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তদন্ত কমিটির সদস্য তথা রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। যাতে টিকিটের টাকা রিফান্ডের জন্য সুপারিশ করা হবে। রাতের অন্ধকারে কীভাবে যুবভারতীতে জল-খাবারের ভেন্ডার ঢুকেছে তা নিয়ে গভীর তদন্ত হওয়া উচিত। বিধাননগর পুলিশকে ঘটনার তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দিয়েছে তদন্ত কমিটি। দীর্ঘ কয়েকমাসের প্রচার, তুঙ্গে উন্মাদনা, কিন্তু এক মুহূর্তে সবটাই ভণ্ডুল হয়ে যায়।গত, শনিবার যুবভারতীতে এসেছিলেন ফুটবলের জাদুকর, বিশ্বকাপজয়ী তারকা লায়োনেল মেসি। তাঁকে দেখার জন্য টিকিট কেটে হাজির হয়েছিলেন বহু ফুটবলপ্রেমী তথা মেসি ভক্তরা। কিন্তু ১৮ মিনিটেই তাল কাটে। মাঠে মেসি প্রবেশ করতেই তাঁকে ঘিরে ফেলেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত থেকে মন্ত্রী-সান্ত্রী, আমলা, টলিউডের একাধিক নায়িকা, আয়োজকদের পেটোয়া কলমচি, কতিপয় ফুটবল কর্তা এবং তথাকথিত প্রভাবশালী ব্যক্তিরা। শুরু হয়ে যায় চূড়ান্ত বিশৃঙ্খলা। পরিস্থিতি দেখে ক্ষুব্ধ মেসি মাঠ ছাড়েন অল্প সময়ে। তখনই ক্ষোভে ফেটে পড়েন দর্শক থেকে মেসি ভক্তরা। মাঠে বোতল বৃষ্টি শুরু হয়, চেয়ার ভাঙা, গোলপোস্টে ক্ষতি করেন ক্ষুব্ধ দর্শকরা।পরিস্থিতির জেরে মেসি সহ সকল ফুটবলপ্রেমীর কাছে ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গেই তিনি গড়ে দেন একটি তদন্ত কমিটিও। যার চেয়ারম্যান করা হয় প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়কে। এছাড়াও কমিটিতে রাখা হয় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীকে। গত রবিবার সেই তদন্ত কমিটি যুবভারতীতে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে। করা হয় ভিডিওগ্রাফিও। তারপরেই এদিন তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন কমিটি।