নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবভারতী কাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে নবান্নের কাছে। তারপরই আজ, মঙ্গলবার মেসির অনুষ্ঠানে চূড়ান্ত গাফিলতির অভিযোগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। কী কারণে এমন ঘটনা ঘটল? ২৪ ঘণ্টার মধ্যে তার জবাব তলব করা হয়েছে। মুখ্যসচিবের জারি করা বিবৃতিতে শোকজের মুখে পড়েছেন বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া ও যুব দফতরের সচিব রাজেশ সিনহাও। তাঁদের কাছেও জবাবদিহি চাওয়া হয়েছে। একইসঙ্গে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বিধাননগরের ডিসি অনীশ সরকারের বিরুদ্ধে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড থাকবেন তিনি। পাশাপাশি দেবকুমার নন্দনকেও যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও পদ থেকে সরানো হয়েছে। প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটির সুপারিশ মেনে তদন্তের জন্য সিট ( স্পেশাল ইনভেস্টিগেশন টিম ) গঠন করেছেন মুখ্যসচিব। এই সিট-এ রয়েছেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে, এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম, এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার এবং বারাকপুর পুলিশের কমিশনার মুরলীধর। এদিকে, যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান অরূপ বিশ্বাস। যদিও অরূপ বিশ্বাস বিদ্যুৎ দফতরের মন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাননি।আজ সকালেই সাংবাদিক বৈঠক করে তদন্ত কমিটির সদস্য তথা রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, 'তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। যাতে টিকিটের টাকা রিফান্ডের জন্য সুপারিশ করা হবে। রাতের অন্ধকারে কীভাবে যুবভারতীতে জল-খাবারের ভেন্ডার ঢুকেছে তা নিয়ে গভীর তদন্ত হওয়া উচিত।'