• অরূপের ইস্তফা গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী, নিজের হাতেই রাখলেন ক্রীড়া দপ্তর
    দৈনিক স্টেটসম্যান | ১৬ ডিসেম্বর ২০২৫
  • মঙ্গলবার অরূপের ইস্তফাপত্র প্রকাশ করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যদিও চিঠিতে সোমবারের তারিখ অর্থাৎ ১৫ ডিসেম্বরের উল্লেখ রয়েছে। অরূপ ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করার পরেই ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উচ্চপদস্থ কর্তাদের নবান্নে তলব করা হয়। মঙ্গলবার দুপুরে তাঁরা সেখানে পৌঁছেও যান। তার পরেই ক্রীড়া দপ্তর সূত্রে জানা যায়, অরূপের ইস্তফাপত্র গৃহীত হয়েছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)