• যুবভারতীতে তাণ্ডবে ডিজি রাজীবকে শোকজ, বিধাননগরের সিপি-কেও শোকজ, ডিসিকে সাসপেন্ড
    দৈনিক স্টেটসম্যান | ১৬ ডিসেম্বর ২০২৫
  • সোমবার রাতেই নবান্নের কাছে জমা পড়েছে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট। সেই সঙ্গে প্রাথমিক সুপারিশও।তার পরের দিনই যুবভারতীকাণ্ডে রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা, অর্থাৎ ডিজিপি রাজীব কুমারকে শো কজ় করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শো কজ় করা হয়েছে।

    শনিবার ফুটবল তারকা লিয়োনেল মেসির অনুষ্ঠানে কেন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার জবাব ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে তাঁদের। পাশাপাশি, বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত যত দিন চলবে,  ততদিন সাসপেন্ড থাকবেন তিনি। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিংহকেও শো কজ করা হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকেও অপসারণ করা হয়েছে পদ থেকে। মুখ্যসচিব মনোজের দপ্তরের তরফে বিবৃতি প্রকাশ করে এই নির্দেশ জানানো হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)