বন্ডি সৈকতে ইহুদি হত্যাকারীর হায়দরাবাদ যোগ, বহু বছর আগেই সাজিদকে ‘তাজ্য’ করে পরিবার
প্রতিদিন | ১৬ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: সিডনি বন্ডি সৈকতের হামলাকারী সাজিদ আক্রমের হায়দরাবাদ যোগ প্রকাশ্যে। আগেই জানা গিয়েছিল আক্রম ভারতীয় পাসপোর্টে ফিলিপিন্সে গিয়েছিল। এবার জানা গেল, আড়াই দশক আগে হায়দরাবাদ ছেড়ে অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছিল সাজিদ। যদিও পুরাতন হায়দরাবাদের বাসিন্দা পরিবারটির দাবি, বহু বছর আগেই সাজিদের সঙ্গে যাবতীয় সম্পর্ক চুকিয়ে দেওয়া হয়। যেহেতু সে একজন খ্রিস্টান মহিলাকে বিয়ে করে। উল্লেখ্য, বাবা-ছেলে সাজিদ ও নাভিদ ইহুদিদের উৎসবে হামলা চালিয়ে ১৫ জনকে হত্যা করেছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]