• ঘাতক ট্রাক চালককে নিয়ে চম্পট! শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কায় ধৃত সেই নজরুল
    প্রতিদিন | ১৬ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যাজাট-কাণ্ডে পুলিশের জালে আরও এক। ধৃত ব্যক্তির নাম নজরুল মোল্লা। শেখ শাহজাহানের মামলার সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাঁদের মধ্যে তিনজনই শেখ শাহাজাহান ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। ফলে ঘটনায় খুনের ষড়যন্ত্রের তত্ত্বই ক্রমশ জোরাল হচ্ছে। যদিও এখনও পর্যন্ত পুলিশের তরফে কিছু জানানো হয়নি। অন্যদিকে এখনও নিখোঁজ ঘাতক ট্রাক চালকের। তাঁর খোঁজে একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

    ঘটনার পরেই বসিরহাটের ন্যাজাট থানার রাজবাড়ি আউটপোস্টে ভোলা ঘোষ আট জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিলেন। তাৎপর্যপূর্ণভাবে আগে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল, কারোর নাম এফআইআরের ছিল না। তবে ধৃত নজরুল মোল্লার নাম ভোলা ঘোষের দায়ের করা এফআইআরে রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই নজরুল মোল্লাকে মিনাখাঁ থানার মালঞ্চ এলাকা থেকে গ্রেফতার করা হয়। ভোলানাথ ঘোষ অভিযোগ, ”দুর্ঘটনার পর ট্রাক চালক আলিম আলি মোল্লাকে মোটরসাইকেলের চাপিয়ে নিয়ে পালিয়ে ছিল নজরুলই।” ফলে তাঁকে জেরা করেই অভিযুক্ত ট্রাক চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

    অন্যদিকে এফআইআরে নাম থাকা অন্যতম অভিযুক্ত তথা শাহজাহানের ভগ্নিপতি সাবির আলি মোল্লা দুর্ঘটনার পর থেকেই পলাতক। এখনও তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জানা গিয়েছে, বসিরহাটের ন্যাজাট থানার রাজবাড়ি আউটপোস্টে ভোলা ঘোষ যে আট জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিলেন, তার মধ্যে অন্যতম সাবির আলি মোল্লা। তার পর থেকেই খোঁজ মিলছে না তাঁর। ভোলা ঘোষ লিখিত অভিযোগে সাবির আলি মোল্লা দাবি করেছেন, যে তাঁর উপর খুনের চেষ্টা পরিকল্পনার নীলনকশা তৈরি হয়েছিল সাবিরের বাড়িতেই। প্রায় তিন মাস আগে সেই পরিকল্পনা করা হয়। যে জায়গায় দুর্ঘটনাটি ঘটে, সেখান থেকে সাবিরের বাড়ির দূরত্ব মাত্র এক কিলোমিটার। ফলে সন্দেহ আরও জোরদার হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)