• খসড়া তালিকা প্রকাশ পেতেই আতঙ্কিত মতুয়ারা
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৫
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী বিধানসভা দখলে রয়েছে বিজেপির। মতুয়াদের এসআইআর এর খসড়া তালিকা থেকে নাম বাদ পড়তেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপির।

    এসআইআর প্রক্রিয়ায় নদিয়ার ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী দুই বিধানসভা কেন্দ্র রানাঘাট উত্তর–পূর্ব ও রানাঘাট দক্ষিণে বিপুল সংখ্যক মতুয়া ভোটারের নাম বাদ পড়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

    নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, এই দুই বিধানসভা মিলিয়ে প্রায় ৪২ হাজারেরও বেশি মতুয়া সম্প্রদায়ের ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে। এর ফলে বিজেপির অন্দরমহলে তৈরি হয়েছে উদ্বেগ। পাশাপাশি আতঙ্কে রয়েছেন মতুয়া সম্প্রদায়ের সাধারণ মানুষও। যদিও নদিয়া জেলার ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী বিধানসভা মতুয়া সম্প্রদায়ের ভোটের উপর নির্ভর করে বিজেপি ও তৃণমূল। শুধু এই দুই বিধানসভাই নয়, নদিয়ার হাঁসখালি, শান্তিপুর, চাকদহ, রানাঘাট উত্তর–পশ্চিম সহ একাধিক বিধানসভা এলাকাতেও মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে।

    জানা যায়, এই সব অঞ্চল ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী হওয়ায় বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে বহু মানুষ দীর্ঘদিন আগেই এদেশে এসে বসবাস শুরু করেন। অনেকের নাম ২০০২ সালের ভোটার তালিকায় আছে। আবার অনেকেরই ২০০২ সালের তালিকায় নাম না থাকায় বর্তমানে এসআইআর প্রক্রিয়ায় তাঁদের নাম বাদ পড়েছে। এই পরিস্থিতিতে বহু মতুয়া মানুষ নাগরিকত্ব সুরক্ষার আশায় সিএএ এর অধীনে আবেদন করেছেন।

    রানাঘাট উত্তর–পূর্ব বিধানসভার বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের দাবি, এসআইআর এ নাম বাদ পড়লেও যদি মতুয়া সম্প্রদায়ের মানুষ সিএএ–তে আবেদন করেন, তবে তাঁদের দুই থেকে এক মাসের মধ্যেই নাগরিকত্ব দেওয়া হবে। তাঁর আরও দাবি, এই ঘটনায় ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী বিধানসভাগুলিতে বিজেপির উপর কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। বরং আগের চেয়েও বেশি ব্যবধানে বিজেপি জয়লাভ করবে। তবে বাস্তবে নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই মতুয়া সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। অনেকের আশঙ্কা, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে তাঁদের ভোটাধিকার হারানোর সম্ভাবনা তৈরি হতে পারে। ফলে নাগরিকত্ব, ভোটাধিকার এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন সীমান্তবর্তী এলাকার হাজার হাজার মতুয়া পরিবার।

    প্রসঙ্গত, মঙ্গলবারই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি যাদের নাম বাদ গিয়েছে সেই তালিকাও প্রকাশ করা হয়েছে। 

     
  • Link to this news (আজকাল)