• মেসি দর্শনে জলে যাওয়া টিকিটের টাকা কীভাবে ফেরত? কত জন পাচ্ছেন?
    আজ তক | ১৭ ডিসেম্বর ২০২৫
  • যুবভারতীতে মেসি-সফরের অনুষ্ঠান ভেস্তে যাওয়ার পর দর্শকদের যে আর্থিক ক্ষতি হয়েছে, সেই টাকা ফেরত দেওয়াই এখন নবান্নের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। শনিবারের অনুষ্ঠানে নির্ধারিত ৭০ মিনিটের বদলে মাত্র ২২ মিনিটেই কর্মসূচি শেষ হয়ে যাওয়ায় হাজার হাজার দর্শক কার্যত ‘পয়সা উসুল’ করতে পারেননি। অব্যবস্থাপনা ও অতিরিক্ত ভিড়ের কারণে যাঁকে দেখার জন্য টিকিট কাটা হয়েছিল, সেই লিয়োনেল মেসিকেও ঠিকমতো দেখার সুযোগ মেলেনি।

    এই পরিস্থিতিতে রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে, দর্শকদের গচ্চা যাওয়া অর্থ ফেরাতেই হবে। নবান্ন সূত্রে খবর, টাকা ফেরানোর কোনও বিকল্প নেই। এটাই এখন প্রথম কাজ। কীভাবে এবং কোন পদ্ধতিতে এই টাকা ফেরানো সম্ভব, তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে প্রশাসন। রাজ্যের মতে, প্রক্রিয়াটি খুব জটিল নয়, তবে কিছু পারিপার্শ্বিক ও আইনি জটিলতার কারণে এখনও তা শুরু করা যায়নি।

    ইভেন্ট ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সংস্থাগুলির দাবি, এই ধরনের অনুষ্ঠানে টাকা ফেরতের পরিস্থিতি মাথায় রেখেই সাধারণত পরিকল্পনা করা হয়। ফলে দর্শকদের টাকা ফেরানোর নির্দিষ্ট পদ্ধতি আগে থেকেই নির্ধারিত থাকে। বিশেষজ্ঞদের মতে, সাধারণত শোয়ের দিন থেকে ৯০ দিনের মধ্যে টাকা ফেরানোর সুযোগ থাকে, যদিও বাস্তবে ৭ থেকে ১০ দিনের মধ্যেই এই কাজ শেষ করা সম্ভব।

    যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট বিক্রি হয়েছিল অনলাইন প্ল্যাটফর্ম ‘জ়োম্যাটো’-র মাধ্যমে। ফলে আপাতত টিকিটের টাকা ওই সংস্থার কাছেই রয়েছে। নবান্নের তরফে নির্দেশ গেলেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। তবে পুরো টাকা ফেরত পাওয়া যাবে না। জিএসটি, জ়োম্যাটোর সার্ভিস ফি এবং অনুষ্ঠানের শর্ত অনুযায়ী ৪ থেকে ৬ শতাংশ কর কেটে নেওয়ার পর বাকি অর্থ আয়োজক সংস্থাকে ফেরানো হবে। সেখান থেকেই দর্শকদের টাকা ফেরত দেওয়ার কথা।

    প্রশাসনিক হিসাব অনুযায়ী, গ্যালারির জন্য প্রায় ৪৮ হাজার টিকিট ছাড়া হয়েছিল। তার মধ্যে প্রায় ১৪ হাজার ছিল সৌজন্যমূলক টিকিট। অর্থাৎ, প্রায় ৩৪ হাজার দর্শক টাকা ফেরতের দাবিদার হতে পারেন।

    তবে প্রক্রিয়াগত একটি বড় সমস্যা রয়ে গেছে। অনুষ্ঠানের প্রধান আয়োজক শতদ্রু দত্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাঁর সংস্থার আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মূলত তাঁর হাতেই। তিনি না থাকলে কে টাকা ফেরানোর অনুমোদন দেবেন, কে সই করবেন, এই বিষয়গুলি এখনও স্পষ্ট নয়। সেই আইনি ও প্রশাসনিক দিকগুলো পরিষ্কার হলেই নবান্নের তরফে জ়োম্যাটোকে আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

     
  • Link to this news (আজ তক)