১০ ডিসেম্বর অধীর চৌধুরীর উপস্থিতিতে একটি সভায় কংগ্রেসে যোগ দেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষের স্বামী মাসুদ করিম। সেখানে রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামানের বিরোধিতা করেও বক্তব্য রাখেন তিনি। এর পরে সোমবার রাতে রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা পঞ্চায়েত এলাকায় মাসুদের বাড়িতে ভাঙচুর করা হয়।
ঘটনায় শাসকদলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। হামলাকালীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কংগ্রেস নেতৃত্ব মঙ্গলবার সকালে জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ করেন। পরে পুলিশকে একটি স্মারকলিপি জমা দেন তাঁরা। মাসুদ বলেন, ‘যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে এলাকার তোলাবাজ নেতাকে তোলাবাজি করতে দেবো না বলে হুঁশিয়ারি দিই। তার পর থেকে বাড়িতে লাগাতার সন্ত্রাস চালানো হচ্ছে। সোমবার আমার বাড়ি ভাঙচুর করা হয়।
এ নিয়ে জঙ্গিপুর পুলিশ ফাঁড়িতে স্মারকলিপি দিয়েছি। দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ না–করলে সাধারণ মানুষকে নিয়ে আগামী দিনে রাস্তা অবরোধ করে শহর অচল করব।’ জানা গিয়েছে, ঘটনার সময়ে মাসুদ বাড়ির বাইরে ছিলেন। বিধায়ক তথা মন্ত্রী আখরুজ্জামান বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ মিথ্যা। হামলার সঙ্গে তৃণমূলের যোগ নেই।’