ড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন। সাঁতরাগাছি রেল ইয়ার্ডের দিকে যাওয়ার সময় ট্রেনের দু'টি কোচ লাইনচ্যুত হয়। বড় কোনও বিপদ না হলেও দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে সাঁতরাগাছি স্টেশনের কাছে।
দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় পদ্মপুকুর স্টেশন থেকে সাঁতরাগাছি রেল ইয়ার্ডের দিকে যাচ্ছিল একটি ট্র্যাক মেনটেন্যান্স ট্রেন। তখনই বিপত্তি ঘটে। সাঁতরাগাছির দিকে যাওয়ার পথেই বাকসারা লেভেল ক্রসিং-এর কাছে লাইনচ্যুত হয় ওই ট্রেনের দু'টি কোচ।
রেলের আধিকারিক জানিয়েছেন, ট্রেনের গতি কম থাকার ফলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ঝাঁকুনি দিয়ে ট্রেনটি আপ লাইনের উপর দাঁড়িয়ে যায়। এর ফলে শালিমার এবং সাঁতরাগাছি স্টেশনের মধ্যে ট্রেন চলাচল ব্যাহত হয়। এর প্রভাব পড়ে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে ট্রেন চলাচলের ক্ষেত্রেও। এমনিতেই হাওড়া-খড়্গপুর লাইনে ট্রেন চলছে দেরিতে। মঙ্গলবারের এই ঘটনার পরে আপ এবং ডাউন দুই লাইনেই বেশ কয়েকটি ট্রেন ধীর গতিতে চালানো হয়।
ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়েই সেখানে আসেন রেলের আধিকারিকরা। সাঁতরাগাছি রেল ইয়ার্ড থেকে পাঠানো হয় অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন। যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনের কোচগুলিকে লাইনে তোলার কাজ চলে। দক্ষিণ পূর্ব রেলের এক জনসংযোগ আধিকারিক জানান, হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে ট্রেন চলাচল মোটের ওপর স্বাভাবিক রয়েছে।