চেন্নাই: কারুরের সমাবেশে বিপর্যয়। এর জেরে বিপাকে পড়েছিলেন জনপ্রিয় তামিল অভিনেতা তথা টিভিকে’র নেতা বিজয় থালাপতি। অবশেষে ফের জনসভার অনুমতি পেলেন বিজয়। তবে সেজন্য মানতে হবে ৮৪টি শর্ত। আগামী ১৮ ডিসেম্বর ইরোদে সভা করবেন বিজয়। তার আগে অনুমতির যাবতীয় শর্ত স্পষ্ট করল তামিলনাড়ু পুলিশ।
গত ২৭ সেপ্টেম্বর কারুরে বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৪১ জনের। আহত হয়েছিল আরও অনেকে। এর জেরে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁর দলকে। বিষয়টা নিয়ে আদালতেও মামলা চলছে। এদিকে আগামী বছর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। তাই সভার অনুমতি চেয়েছিল বিজয়ের দল। শর্তসাপেক্ষে সেই দাবি মেনেছে প্রশাসন। পুলিশের তরফে জানানো হয়েছে, মোট ৮৪টি শর্ত মানতে হবে বিজয় ও তাঁর দলকে। প্রথমে নিরাপত্তা সংক্রান্ত আমানত হিসেবে জমা রাখতে হবে ৫০,০০০ টাকা। অনুষ্ঠানের পরে সভাস্থল সাফ করতে হবে আয়োজকরদের। এছাড়া ভিড় নিয়ন্ত্রণ সহ যাবতীয় রক্ষণাবেক্ষণের দায়িত্বও বিজয়ের দলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা থেকে দুপুর ১টা অবধি সভার অনুমতি দেওয়া হয়েছে। সভাস্থল আগেভাগেই পরিদর্শন করেছে পুলিশ।