ডিজিটাল অ্যারেস্ট: ২ কোটি খোয়ালেন বেঙ্গালুরুবাসী মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী
বর্তমান | ১৭ ডিসেম্বর ২০২৫
বেঙ্গালুরু: ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে ২ কোটি টাকা খোয়ালেন বেঙ্গালুরুর এক মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী। প্রতারকদের দাবি মেটাতে তিনি জমি-ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। এমনকী ব্যাঙ্ক থেকে ঋণও নিতে হয়েছে তাঁকে। প্রতারিত ওই তথ্যপ্রযুক্তি কর্মীর নাম ববিতা দাস। দশ বছরের ছেলেকে নিয়ে তিনি বিজ্ঞান নগরের একটি ফ্ল্যাটে থাকেন। গত জুন মাসে তিনি একটি ফোন পান। ফোনের অপর প্রান্ত থেকে একজন নিজেকে ক্যুরিয়ার কোম্পানির আধিকারিক পরিচয় দেয়। সেই ব্যক্তি দাবি করে, ববিতার আধার নম্বর দেওয়া একটি পার্সেলে সন্দেহজনক বস্তু মিলেছে।
এরপর সেই কলটি ‘মুম্বই পুলিশের’ কাছে ট্রান্সফার করা হচ্ছে বলে জানানো হয়। মহিলাকে গ্রেফতারির হুমকি দিয়ে কথা শুরু করে নিজেদের পুলিশ দাবি করা ব্যক্তিরা। তাঁকে একটি মোবাইল অ্যাপ ইনস্টল করতে বলা হয়। তিনি সহযোগিতা না করলে তাঁর ছেলেকে তার ফল ভুগতে হবে বলে হুমকি দেওয়া হয়। ছেলের ভবিষ্যতের কথা ভেবে প্রতারকদের সব কথা মেনে নেন ওই মহিলা। প্রথমে তিনি নিজের নামে থাকা মালুরের দু’টি প্লট বিক্রি করে দেন। দ্রুত বিক্রি করতে গিয়ে বাজার দরের থেকে কম দাম পান তিনি। এরপর তিনি বিজ্ঞান নগরের ফ্ল্যাটটিও বিক্রি করে দেন। সেই টাকা তিনি প্রতারকদের পাঠানো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। প্রতারকদের পেট তাতেও ভরেনি। এরপর তিনি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে প্রতারকদের দাবি মেটান। স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করতে বলে এরপর ফোন কেটে দেওয়া হয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ববিতা এবার হোয়াইটফিল্ড সাইবার ক্রাইম থানার অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।