• বিজেপি বিধায়কের ছেলের বিয়েতে পুড়ল ৭০ লক্ষ টাকার বাজি!
    বর্তমান | ১৭ ডিসেম্বর ২০২৫
  • ভোপাল: বিয়েতে এখন অনেকেই চোখ ধাঁধানো অনুষ্ঠানের দিকে ঝুঁকছেন। তবে মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক গোলু শুক্লার ছেলে অঞ্জনেশ শুক্লার বিয়ে হয়তো সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। সেখানে শুধুমাত্র আতসবাজির রোশনাইয়ে খরচ হয়েছে লক্ষ লক্ষ টাকা! সবমিলিয়ে প্রায় ৭০ লক্ষ টাকার বাজি পোড়ানো হয়েছে বলে দাবি। আর এমনই অভিযোগ ঘিরে ঘনিয়েছে বিতর্ক। অনেকেই এই বিয়ের অনুষ্ঠানে এমন জাঁকজমক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় একজনের খোঁচা, বাজি পোড়াতে করদাতাদের ৭০ লক্ষ টাকা খরচ করা হয়েছে। অন্য একজনের কথায়, ‘কেবল ছোট ব্যবসায়ীদের বিরুদ্ধেই কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে? আয়কর দপ্তর কেন এইসব লোকজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না?’ তবে বিতর্ক নিয়ে মুখ খোলেননি বিধায়ক।

    ইন্দোর ৩ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোলুর ছেলে অঞ্জনেশের বিয়ে হয় ১১ ডিসেম্বর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব থেকে শুরু করে বিজেপি এবং কংগ্রেসের সব ছোটোবড়ো বহু নেতাই। বিয়ের অনুষ্ঠানের ছবি-ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, বিরাট সাজানো গোছানো অনুষ্ঠান মঞ্চ। অত্যাধুনিক সমস্ত সরঞ্জাম দিয়ে এলাকা ভরিয়ে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে নজর টেনেছ মূল অনুষ্ঠান মঞ্চের বিশাল শিবমূর্তি। মহাদেবের মূর্তিকে পিছনে রেখেই অনুষ্ঠানে আগত অতিথিরা ছবি তোলেন। আর তখনই মহার্ঘ সব বাজির রোশনাইতে ভরে ওঠে আকাশ। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ইন্দোরের বিখ্যাত খাজরানা মন্দিরে মালাবাদল সারছেন দম্পতি। তাঁদের পরনে ডিজাইনার রিম্পল ও হরপ্রীতের তৈরি পোশাক।
  • Link to this news (বর্তমান)