মহিলা ডাক্তারের হিজাব ধরে টান! বিরোধীদের তোপের মুখে নীতীশ কুমার
বর্তমান | ১৭ ডিসেম্বর ২০২৫
পাটনা: মঞ্চে মহিলার হিজাব ধরে টান! ফের প্রশ্নের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আচরণ। ঘটনা ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে। বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন জেডিইউ সুপ্রিমো। কংগ্রেস ও আরজেডির মতো বিরোধী দল কড়া ভাষায় নীতীশকে একহাত নিয়েছে। ‘দঙ্গল’ সিনেমার অভিনেত্রী জায়রা ওয়াসিমও বিহারের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন।
আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র বিতরণের অনুষ্ঠানে এক মহিলা চিকিৎসকের সঙ্গে কথা বলতে দেখা যায় ৭৪ বছরের নীতীশকে। ওই চিকিৎসক হিজাব পরেছিলেন। কথাবার্তার ফাঁকেই মুখ্যমন্ত্রী মুখের আবরণ সরাতে বলেন চিকিৎসককে। এরপর ওই চিকিৎসক কিছু বুঝে ওঠার আগেই তাঁর মুখের আবরণ সরিয়ে দেন নীতীশ। নীতীশের এই আচরণের নিন্দায় সরব কংগ্রেস। সোশ্যাল মিডিয়া পোস্টে তারা লিখেছে, ‘নিলর্জ্জের মতো আচরণ। নীতীশের অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত। এই আচরণের ক্ষমা হয় না।’সরব বিহারের প্রধান বিরোধী দল আরজেডি-ও। তাদের মুখপাত্র ইজাজ আহমেদ বলেছেন, ‘মহিলার মুখের আবরণ সরাবার চেষ্টা সংবিধানে উল্লেখিত সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।’ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিমও। তারা বলেছে, ‘মুখ্যমন্ত্রীর কি একটুও নৈতিকতা ও লজ্জা অবশিষ্ট রয়েছে? অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত।’
এরইমধ্যে নীতীশের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টি সাংসদ ইকরা হাসানও। সংসদের বাইরে তিনি বলেছেন, ‘ধরনের আচরণ নিন্দনীয়। ওনার শারীরিক পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। তবে আর যাই হোক, এই ঘটনা মেনে নেওয়া যায় না।’ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা ইলতিজা মুফতিও নীতীশের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন।
অভিনেত্রী জায়রা ওয়াসিম সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘হিজাব খেলবার বিষয় নয়। এই ঘটনা খুবই হতাশাজনক। নীতীশ কুমারের উচিত ওই মহিলার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া।’ যদিও সমস্ত সমালোচনা খারিজ করে দিয়েছেন জেডিইউ বিধায়ক তথা বিহারের মন্ত্রী জামা খান। তাঁর সাফাই, মেয়েটির সাফল্য গোটা সমাজের সামনে তুলে ধরতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিরোধীরা যেভাবে মুখ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন, তা তাদের মানসিকতাই প্রকাশ করে।’