• জল জীবন মিশন: বাংলার বকেয়া আদায়ে আজ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের
    বর্তমান | ১৭ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জল জীবন মিশনে বাংলার বকেয়া আদায়ে আজ বুধবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিলের সঙ্গে সাক্ষাৎ করবে তৃণমূলের ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল। সাংসদরা মন্ত্রীর কাছে সোজাসুজি জানতে চাইবেন, কবে মেটাবেন বকেয়া? উল্লেখযোগ্য বিষয় হল, জলশক্তিমন্ত্রী তৃণমূলের সঙ্গে সাক্ষাতের সময় দিলেও গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং এখনও ‘টাইম’ দেননি। দু’বার চিঠি পাঠিয়েও কোনও সাড়া মেলেনি। 

    তাই পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক করতে আজ দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবিধান সদনে তৃণমূলের সংসদীয় দলের অফিসে ওই বৈঠক হবে। আগামী কাল বৃহস্পতিবার লোকসভায় নারেগার নাম বদলে বিকশিত ভারত জি-রাম-জি বিলটি নিয়ে চর্চা হলে অভিষেক সেখানে অংশ নিতে পারেন বলেও জানা গিয়েছে। সেই মতোই বিদেশ থেকে ফিরে দু’দিনের জন্য অভিষেক আসছেন দিল্লি। 

    অন্যদিকে, পহেলগাঁও হামলার পর থেকে সম্পর্ক আরও খারাপ হলেও পাকিস্তানের সঙ্গে গত ছ’ মাসে কত আমদানি-রপ্তানি হয়েছে? কেন্দ্রের কাছে লিখিতভাবে জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। জবাবে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, মে-অক্টোবর মাসের মধ্যে ওষুধ এবং পেট্রলিয়াম পণ্য পাকিস্তানে পাঠানো হয়েছে ১ হাজার ১০ কোটি ৩৬ লক্ষ টাকার। আর আমদানি করা হয়েছে ৫৭ লক্ষ টাকার। 

    সৌগত রায়ের এক প্রশ্নে গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী কমলেশ পাসোয়ান লোকসভায় লিখিতভাবে জানিয়েছেন, আধার লিঙ্ক না থাকা বা ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেমে সংযুক্ত না হওয়ার জন্য নারেগায় কোনও শ্রমিকের নাম কাটা যায় না। যদিও অযোগ্য বাছাই করে চলতি অর্থবর্ষে গোটা দেশে এখনও পর্যন্ত ৫৭ লক্ষ ৩৪ হাজার ৭১৭ শ্রমিকের নাম বাদ দেওয়া হয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ১০৩। আর নতুন শ্রমিকের নাম গোটা দেশে যুক্ত হয়েছে ১ কোটি ২১ লক্ষ ৬১ হাজার ৮৪৬। যার মধ্যে পশ্চিমবঙ্গের সংখ্যাটি ১১ হাজার ৩৩৫। তৃণমূলের সায়নি ঘোষের প্রশ্নের জবাবে কৃষি রাষ্ট্রমন্ত্রী রামনাথ ঠাকুর লিখিতভাবে জানিয়েছেন পশ্চিমবঙ্গে ৪৪ লক্ষ ৪৮ হাজার ৬৪৩ জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে ৮৮৯ কোটি টাকা পেয়েছেন। 
  • Link to this news (বর্তমান)