নাম আছে তো? খসড়া তালিকায় দিনভর নিজেকে খুঁজল কলকাতা, রাজনীতির অঙ্ক কষা শুরু
বর্তমান | ১৭ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘটনা ১: বি বি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা নন্দা দেবী কাশ্মীরি। খসড়া তালিকায় তাঁর নাম নেই। তাহলে কি বাতিলের তালিকায় নাম আছে? না, তাও নেই! ছেলে রাজ জানান, তাঁর মা ফর্ম ভরেছিলেন। কিন্তু কোথাও নাম পাওয়া যাচ্ছে না। এখন কী করবেন, বুঝে উঠতে পারছেন না।
ঘটনা ২: বউবাজারেরই বাসিন্দা বিক্রম কুমার সাউ। তাঁর পরিবারের বাকি সদস্যদের নাম রয়েছে। কিন্তু খসড়া তালিকায় নিজের নাম পাচ্ছেন না তিনি। তিনি নিজেকে খুঁজে পেয়েছেন বাতিলের তালিকায় ‘মৃত’ হিসেবে। তিনিও আপাতত দিশেহারা।
ঘটনা ৩: যাদবপুর বিধানসভা এলাকার এক প্রৌঢ়া বলেন, ‘বিএলওকে জানিয়েছিলাম, আমার স্বামী মারা গিয়েছে। বাতিলের তালিকায় তাঁর নামও রয়েছে। কিন্তু বাতিলের কারণ হিসেবে লেখা রয়েছে ‘অনুপস্থিত’।’ এখন তাঁর প্রশ্ন, মৃত স্বামীকে ‘অনুপস্থিত’ বললে পরে কোনও সমস্যা হবে না তো?
নামটা আছে তো? মঙ্গলবার দিনভর এই প্রশ্নের উত্তরই খুঁজে গেল শহরবাসী! নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকায় নাম খুঁজতে কেউ ভরসা রেখেছেন অনলাইনে। নির্দিষ্ট লিংকে আঙুল ছুঁইয়ে নিজের ও পরিবারের সদস্যদের নাম খুঁজেছেন। অনেকের আবার ‘অনলাইন’-এ বিশ্বাস নেই! পাড়ায় কখন আসবেন বিএলও, তার জন্য অপেক্ষা করেছেন তাঁরা। বিএলও এলেই ছুটেছেন তালিকা দেখতে।
যাঁরা নাম খুঁজে পেয়েছেন, স্বস্তির নিশ্বাস ফেলে বলেছেন, ‘যাক বাবা, তাহলে ভোট দিতে পারব!’ যাঁরা কোনও কারণে নাম খুঁজে পাননি, তাঁদের দুশ্চিন্তা হয়েছে দ্বিগুণ। সেই সঙ্গে পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দলের নেতাদের অঙ্ক কষা। কাদের নাম বাদ গেল, তাতে ভোটের অঙ্কে কার লাভ, কার ক্ষতি—এসব চর্চাতেই দিনভর সরগরম রইল কলকাতা। খসড়া তালিকা হাতে পাওয়ার পরই বিএলওরা সংশ্লিষ্ট পোলিং স্টেশনে পৌঁছে গিয়েছেন। ভোটাররা সেখানে গিয়ে নাম দেখে এসেছেন। আবার এদিনই অনেক বিএলও নতুন করে নাম তোলার জন্য ফর্ম বিলি করেছেন। যাদবপুরের এক বিএলও কমল দাসের কথায়, ‘আমার কাছে যাঁরা ফর্ম জমা দিয়েছেন, সবার নামই খসড়া তালিকায় রয়েছে। ফলে এদিন নতুন করে কোনও সমস্যা হয়নি। মৃত, অনুপস্থিত ও স্থানান্তরিত ভোটারদের নাম বাদ গিয়েছে।’ খসড়া তালিকা বিভিন্ন পোলিং স্টেশনে ঝুলিয়েও দেওয়া হয়েছে। তাছাড়া, স্থানীয় কাউন্সিলারদের কাছে ঘনঘন ফোন আসছে এলাকার বাসিন্দাদের। বিভিন্ন ওয়ার্ড অফিস, তৃণমূলের ভোটার সহায়তা কেন্দ্রে ভিড় জমাচ্ছে মানুষ। কাফেতেও ভিড় চোখে পড়েছে।
খসড়া তালিকা প্রকাশ হতেই ‘কাজ’ বেড়ে গিয়েছে বাম-তৃণমূল-বিজেপি সব পক্ষের নেতা-নেত্রীদের। ভোটের অঙ্ক নিয়ে শুরু হয়ে গিয়েছে কাটাছেঁড়া। সোনারপুরের এক সিপিএম নেতার কথায়, ‘সোনারপুর উত্তরে ৩০ হাজারের বেশি নাম বাদ গিয়েছে। এখানে তো ‘ঘুসপেটিয়া’ নেই। তাহলে বিজেপি এতদিন যা খুশি বলছিল কীভাবে? আমরা সেটাই মানুষকে গিয়ে বোঝাব।’ যাদবপুরের এক তৃণমূল নেতা বলেন, ‘এখানে কোনও সমস্যা নেই। মৃত ও স্থানান্তরিত ভোটার মিলিয়ে ৫০ হাজার নাম বাদ গিয়েছে।’ -নিজস্ব চিত্র