উত্তরপাড়া স্টেশন রোড যেন ‘বাইপাস’, রাত পর্যন্ত যানজটে নাকাল এলাকাবাসী
বর্তমান | ১৭ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উত্তরপাড়ার স্টেশন রোডকে বাইপাস রুট বানিয়ে দিনরাত পণ্যবাহী গাড়ি চলছে। তার ফলে শহর হাঁসফাঁস করছে যানজটে। প্রায় দু’সপ্তাহ ধরে সমস্যার মুখোমুখি বাসিন্দারা। তাঁরা তিতিবিরক্ত। এর ফলে শহরের মধ্যে দিয়ে যাওয়া রেল চলাচলও সমস্যায় পড়ছে। অভিযোগ, দিনের পর দিন হয়ে গেল পুরসভা বা পুলিশ কেউই কোনও পদক্ষেপ নিচ্ছে না।
বাসিন্দারা জানান, উত্তরপাড়া রেল স্টেশনের কাছে ব্যারিকেড দেওয়া আছে। ফলে উঁচু যানবাহন রেলপথ টপকে যেতে পারে না। বিষয়টি জানা না থাকায় শর্টকাট করতে বড় আকারের পণ্যবাহী গাড়ি ঢুকে পড়ছে। তারপর রেলপথ পেরতে পড়ছে সমস্যায়। সেই যানগুলি ঘুরিয়ে উল্টোপথে যেতে দীর্ঘ সময় লাগছে। ফলে বাড়ছে যানজট। তাৎপর্যপূর্ণভাবে দিনের মধ্যে ১২ ঘণ্টা অর্থাৎ সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত নো এন্ট্রি থাকে। অধিকাংশ সময় সে নিয়ম মানছেন না পণ্যবাহী লরির চালকরা। তারপর রাত আটটার পর উত্তরপাড়া হয়ে উঠছে তাঁদের কাছে যান চলাচলের মুক্তাঞ্চল। শহরে তৈরি হচ্ছে তীব্র যানজট। বাসিন্দাদের অভিযোগ, উত্তরপাড়া পুরসভা ঢিমে তালে উন্নয়নের কাজ, বিশেষ করে নিকাশি নালা তৈরির কাজ করে শহরের নাভিশ্বাস তুলে দিয়েছে। উত্তরপাড়া ট্রাফিক পুলিশের কর্তারা এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, উত্তরপাড়াতে নির্দিষ্ট সময় ধরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হয়। পণ্যবাহী গাড়িগুলি ডানকুনির দিকে চলে যায়। আবার বাইরের থানা এলাকা থেকেও এদিকে ঢুকে আসে। ফলে অনেক ক্ষেত্রেই গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়। যদিও উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, ‘ট্রাফিকের সমস্যা হলে তা পুলিশকেই দেখতে হবে। আমরা সহযোগিতা করতে পারি। কিন্তু তার জন্য সুষ্ঠু পরিকল্পনা করার দরকার। সবটাই রাজ্য পুলিশের অধীনে। তাহলে সমস্যা হবে কেন? আর পুরসভার উন্নয়নের কাজ দ্রুত শেষ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।’ হাওড়া-ব্যান্ডেল শাখার এক রেল কর্তা বলেন, রেললাইন পেরতে গিয়ে পণ্যবাহী গাড়ি আটকে যাচ্ছে। ফলে ট্রেন চলাচলে বিঘ্ন হচ্ছে। শহরের দু’টি অংশের এবং জিটি রোড ও ডানকুনির মাঝামাঝি এলাকা দিয়ে রেলপথ গিয়েছে। ট্র্যাফিক নিয়ন্ত্রণ না থাকায় আমরা সমস্যায় পড়ছি। এ বিষয়ে মৌখিকভাবে পুলিশ ও পুরসভার সঙ্গে কথা বলে কোনও সুরাহা হয়নি।
একদিকে প্রশাসনের কর্তাদের মধ্যে টানাপোড়েন অন্যদিকে প্রতিদিন উত্তরপাড়া স্টেশন রোডকে বাইপাস রাস্তা হিসেবে ব্যবহার করে অনিয়ন্ত্রিত যান চলাচল। এর জেরে ক্রমে বাড়ছে যানজট। শহরের নাগরিক সমস্যার সমাধান নিয়ে সব মহলই উদাসীন, খেদোক্তি বাসিন্দাদের।