• ভবানীপুর: ভোটারের নাম কেন বাদ পড়েছে, খুঁটিয়ে পরীক্ষা করুন, বুথ লেভেল এজেন্টদের নির্দেশ মমতার
    বর্তমান | ১৭ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনই নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে সাংগঠনিক বৈঠক সেরে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুথ লেভেল এজেন্টদের নির্দেশ দিলেন, কোন বুথে, কত নাম কেন বাদ পড়েছে, তা নজর দিয়ে স্ক্রুটিনি করার।  পাশাপাশিএই বার্তাটাও দেওয়া হয়েছে, শুনানি পর্বে প্রত্যেক ভোটারের পাশে থেকে প্রয়োজনীয় সাহায্য করার। 

    মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত হয়েছে এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা। এই তালিকা মোতাবেক একদিকে যেমন দেখা যাচ্ছে, কাদের নাম ভোটার তালিকায় আছে। অন্যদিকে তেমনই সামনে এসেছে বুথ ভিত্তিক বাদ পড়া ভোটারদের নাম।  প্রাথমিকভাবে যে তথ্য সামনে এসেছে, তাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ৪৪ হাজারের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার প্রসঙ্গটি দলের অভ্যন্তরীণ বৈঠকে পর্যালোচনা করলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের নিয়ে বৈঠক করেন মমতা। সেখানে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী ফিরহাদ হাকিম এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮টি ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলররা। দলীয় সূত্রে খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ওয়ার্ড ধরে বিএলএ-২ কে আছেন, জানতে চান। কোন ওয়ার্ডে কত নাম বাদ পড়েছে, তার তথ্য জিজ্ঞাসা করেন। এমনটাও খবর, কয়েকজন মৃদু ধমক খেয়েছেন। সার্বিকভাবে মমতা নির্দেশ দিয়েছেন, শোনা যাচ্ছে ৪৪ হাজার নাম বাদ পড়েছে। যত নাম বাদ পড়েছে, তা আবার খুঁটিয়ে চেক করুন। স্ক্রুটিনি করুন, কেন নাম বাদ পড়েছে। প্রত্যেকটি পার্ট ধরে ধরে চেক করুন। 

    সূত্রের খবর, বৈঠকে আলোচনা পর্বে উঠে এসেছে, বাদ পড়া ভোটারদের কারও নাম বিহার, কারও উত্তরপ্রদেশ, কারও রাজস্থান আবার কারও ওড়িশার ভোটার তালিকায় ছিল। সেই নামগুলি বাদ পড়েছে। এমনটাও জানা গিয়েছে, বৈঠকে মমতার নির্দেশে, ফালতু অজুহাত দিয়ে নাম বাদ দেওয়া হয়েছে কি না, সেটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন।

    সাধারণত ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে মিনি ভারতবর্ষ বলা হয়ে থাকে। সব ধর্ম, সম্প্রদায়, ভাষাভাষী মানুষের সহাবস্থান। ভবানীপুরে সম্প্রীতি ও শান্তির যে পরিবেশ রয়েছে, সেটা আগামী দিনেও বজায় রাখতে হবে বলে তৃণমূলের কর্মীদের নির্দেশ মমতার। সেই সূত্রেই মমতা উল্লেখ করেছেন, এসআইআর প্রক্রিয়ায় শুনানি পর্ব শুরু হচ্ছে। এই সময় যাঁদের শুনানিতে ডাকা হবে, তাঁদের পাশে থাকতে হবে। বাড়ি বাড়ি যান। সবরকম সাহায্য করুন। আর নতুন ভোটার যাঁরা নাম তুলবেন, তাঁদেরও নাম তোলার ক্ষেত্রে সহযোগিতা করুন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)