• বাংলা বাঁচাও যাত্রা এল বনগাঁয়, ঠাকুরবাড়িতে সিপিএম নেতারা
    বর্তমান | ১৭ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: মঙ্গলবার বনগাঁ এসে পৌঁছল সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা। এদিন প্রথমে গাইঘাটায় আসে এই যাত্রা। ছিলেন সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায়, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, দীপ্সিতা ধর প্রমুখ। গাইঘাটা থানার সামনে মতুয়া সমাবেশের আয়োজন করা হয়েছিল।সেখানে বক্তব্য রাখেন সিপিএম নেতারা। পরে ঠাকুরবাড়িতে আসেন সুজন ও মীনাক্ষী। হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মূর্তির গলায় মালা পরিয়ে দেন তাঁরা। এদিকে, সিপিএম নেতাদের ঘনঘন ঠাকুরবাড়িতে আসাকে রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন খসড়া তালিকা প্রকাশ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, বনগাঁ মতুয়া অধ্যুষিত। এসআইআরে বহু মতুয়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন। তবে কেউ ভোটাধিকার থেকে বঞ্চিত হলে প্রয়োজনে তাঁরা আদালতে যাবেন বলে দাবি করেন সুজন চক্রবর্তী। এদিন বনগাঁতে মিছিল শেষে বাটার মোড়ে পথ সভা করে বামেরা।
  • Link to this news (বর্তমান)