খসড়া ভোটার তালিকায় ‘ব্রাহ্মণ’ হলেন সিপিএমের মহম্মদ সেলিম!
বর্তমান | ১৭ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্রাহ্মণ হয়ে গেলেন মহম্মদ সেলিম! সৌজন্যে নির্বাচন কমিশন। এসআইআর পর্বে মঙ্গলবার যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সিপিএমের রাজ্য সম্পাদকের ছেলের নামে নতুন পদবি সংযোজন হয়েছে। যা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মহম্মদ সেলিমের পুত্র আতিশ আজিজ। তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ভোটার তালিকায় প্রথম নামে আতিশ আজিজ থাকলেও শেষের নামে লেখা হয়েছে ‘অবস্থি’।আবার আত্মীয়ের প্রথম নামের জায়গায় তাঁর বাবা মহম্মদ সেলিমের নাম রয়েছে। কিন্তু, তাঁরও পদবি হয়েছে ‘অবস্থি’। যা নিয়ে কৌতুক করে অতীশ লিখেছেন, ‘মিডিয়া, বিজেপি সবাই মিলে কী সব গল্প দিল যে এসআইআরের মাধ্যমে মোল্লাদের টাইট দেওয়া হবে। এদিকে দেখছি আমাকে ইসিআই(নির্বাচন কমিশন) ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে মহম্মদ সেলিমকেও।’