নিজস্ব প্রতিনিধি দক্ষিণ ২৪ পরগনা: রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় ‘অম্রুত’ প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ এখন শেষ পর্যায়ে। এখন চলছে বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়ার পর্ব। জানুয়ারি মাসের মধ্যেই পুরসভার প্রত্যেক বাড়িতে জল সরবরাহ করা হবে বলে আশ্বাস কর্তৃপক্ষের। তারপর পানীয় জল নিয়ে সাধারণ মানুষের আর কোনও অভাব-অভিযোগ থাকবে না বলেই মনে করছে পুরসভা।
জানা গিয়েছে, চলতি বছর পুজোর আগেই বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার প্রাথমিক টার্গেট নেওয়া হয়েছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও টানা বৃষ্টির কারণে সব জায়গায় মাটি খুঁড়ে পাইপ বসানো যায়নি। পুজো মিটতেই সেই কাজ জোরকদমে শুরু হয়। এখন প্রত্যেক বাড়িতে জল পৌঁছে দেওয়ার যে পাইপ জুড়ে দেওয়ার কাজ চলছে। আগেই যেসব পাইপলাইন বসে গিয়েছে, সেসব পরিষ্কারের কাজ সেরে ফেলা হয়েছে আগেই। গার্ডেনরিচের ভূতঘাটে ইনটেক জেটির মাধ্যমে গঙ্গা থেকে জল তুলে পুরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে এনে পরীক্ষা করা হয়েছে। পাইপ পরিষ্কারের মাধ্যমে কোথাও কোনও লিকেজ আছে কি না, তাও দেখে নিয়েছেন পুর আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। আরও কিছুদিন পাইপলাইন পরিষ্কারের এই কাজ চলবে। ততদিনের মধ্যে পুরসভার আশা, বাড়ি বাড়ি জলের লাইনের সংযোগ দেওয়ার কাজও শেষ হয়ে যাবে। তবে আপাতত আবাসন এবং কারখানাগুলিতে জলের সংযোগ দেওয়ার কাজ স্থগিত রাখা হয়েছে। সেখানে কীভাবে এবং কোন নীতিতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে, তার জন্য সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে পুরসভা। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নজরুল আলি মণ্ডল বলেন, ‘বর্তমানে বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় জল পৌঁছোচ্ছে। সার্বিকভাবে প্রত্যেক বাসিন্দার বাড়িতে জল ঢুকতে আরও কিছুটা সময় লাগবে। আশা রাখছি, জানুয়ারিতে যত বাড়িতে সংযোগ থাকবে, সবাই জল পাবে।