নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)-এর খসড়া তালিকা প্রকাশের পর তিনি জানান, বাংলায় যে প্রক্রিয়ায় এসআইআর হয়েছে, তাতে তিনি খুশি নন। নির্বাচন কমিশনের খামখেয়ালিপনার জন্য বহু বিএলও’র মৃত্যু হয়েছে। যে প্রক্রিয়ার জন্য দু’বছর সময় লাগার কথা, তা দু’মাসে করতে বলা হচ্ছে। যাঁরা আত্মহত্যা করেছেন, তাঁরাও নির্বাচন কমিশনকে দোষারোপ করেছেন। অভিষেক বলেন, ‘ডানকুনি পুরসভার তৃণমূল কাউন্সিলারকে কমিশন ‘মৃত’ বলে দিল। অথচ তিনি বেঁচে রয়েছেন। এটি একটি অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ প্রক্রিয়া।’
এদিন বিজেপির উদ্দেশেও তোপ দেগেছেন অভিষেক। তাঁর অভিযোগ, বিজেপি শুধু সমাজে বিভাজনে বিশ্বাসী। সিএএ নিয়ে বিজেপি মিথ্যাচার করছে। তৃণমূল সাংসদের প্রশ্ন, ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত কতজনকে সিএএ’র অধীনে নাগরিকত্ব দেওয়া হয়েছে? সেই তালিকা প্রকাশ করা হোক। অসমে যখন এনআরসি হয়েছিল, কতজন মানুষের নাম বাদ গিয়েছিল আর এখন তাঁরা কোথায় রয়েছেন? ২০০২ সালের তালিকায় বাবা-মায়ের নাম থাকা সত্ত্বেও ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানো হচ্ছে। তারপর আদালতের নির্দেশে তাঁদের ফেরানো হচ্ছে। তৃণমূল সাংসদ এদিন বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ওদের এসআইআর-এফআইআর করতে দিন। তৃণমূলের ভোট আরও বাড়বে। যদি তা না হয়, তাহলে ওরা যা বলবে, আমি করব। আর আমাদের ভোট যদি বাড়ে, তাহলে বিজেপি যে রাজ্যের ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে, তা দেবে। বাংলার মানুষের কাছে ক্ষমাও চাইতে হবে।