ট্যাংরায় ৩ খুনের মামলায় কোর্টে সাক্ষ্য পুলিশের প্ল্যানমেকারের
বর্তমান | ১৭ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাংরায় দে পরিবারে দুই মহিলা এবং এক কিশোরীকে খুনের মামলায় মঙ্গলবার শিয়ালদহ আদালতে সাক্ষ্য দিলেন কলকাতা পুলিশের এক প্ল্যানমেকার। যিনি ঘটনাস্থলের ‘মানচিত্র’ তৈরি করেছিলেন। এই মামলার বিশেষ সরকারি আইনজীবী তপন রায় বলেন, মামলার পরবর্তী শুনানি হবে ২৭ ও ২৮ জানুয়ারি। এদিন এই মামলায় অভিযুক্ত দুই ভাই প্রণয় ও প্রসূন দে’কে আদালতে হাজির করা হয়নি। জেল থেকেই ভার্চুয়াল শুনানিতে অংশ নেন তাঁরা। অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে চার্জ গঠন করেছে আদালত।
গত ফেব্রুয়ারি মাসে কলকাতার ট্যাংরায় দে পরিবারে খুন হন তিনজন। একটি গাড়ি দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে এই হত্যাকাণ্ডের কথা জানতে পারে পুলিশ। এই মামলায় পুলিশ অভিযুক্ত করে দুই ভাইকে। দেনার দায়ে দুই ভাই পরিবারের সদস্যদের খুন করে নিজেরা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পুলিশের অভিযোগ, প্রণয় ও প্রসূন দে পরিকল্পনা করেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। পরে গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা।