• যুবভারতীকাণ্ডে অরূপের বাকি মন্ত্রিত্বও ছাড়া উচিত? তাত্‍পর্যপূর্ণ জবাব দিলেন রাজ্যপাল
    আজ তক | ১৭ ডিসেম্বর ২০২৫
  • কলকাতায় লিওনেল মেসির ইভেন্টে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলায় নিরপেক্ষ তদন্তের খাতিরে ইস্তফা দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই নিয়ে কোনও মন্তব্য করলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানান, এ বিষয়ে মত দেওয়ার আগে তাঁর কাছে 'ফাইল পৌঁছনোর' অপেক্ষায় আছেন। 

    ক্রীড়ামন্ত্রী হিসেবে পদত্যাগ করলেও আবাসন এবং বিদ্যুৎমন্ত্রী হিসেবে মমতার মন্ত্রিসভায় বহাল থাকছেন অরূপ বিশ্বাস। এই দুই দফতর থেকেও তাঁর ইস্তফা দেওয়া উচিত কি না, এ প্রসঙ্গে দিল্লিতে সাংবাদিকরা প্রশ্ন করেন বাংলার রাজ্যপালকে। জবাবে তিনি বলেন, 'আমি ফাইল আসার অপেক্ষায় রয়েছি। ফাইল এলে তবেই আমি মন্তব্য করতে পারব।'

    সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে গত শনিবার লিও মেসির ইভেন্টের সময়ে আর্জেন্টাইন তারকার গা ঘেঁষে থাকার কারণে বিতর্কে জড়ান অরূপ বিশ্বাস। অভিযোগ, তাঁর উপস্থিতির ফলে গ্যালারিতে বসা দর্শকরা মেসিকে সঠিক ভাবে দেখতে পাননি। দর্শকরা এই মেগা ইভেন্টের জন্য হাজার হাজার টাকা খরচ করেও মেসির ঝলক পাননি, এদিকে সর্বক্ষণ তাঁকে ঘিরে ছিলেন ক্রীড়ামন্ত্রী। অভিযোগ এমনটাই। 

    ইভেন্ট আয়োজন ও পরিচালনার অব্যবস্থা, নির্ধারিত সূচি বাতিল করে মেসির মাঠ ছেড়ে চলে যাওয়া দর্শকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছিল। দর্শকরা স্টেডিয়ামের মধ্যে ভাঙচুর চালায়। সরকারি সূত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা বলে জানানো হয়েছে। 

    এই ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেন। এছাড়াও দমকলমন্ত্রী সুজিত বসুর নামও এই ঘটনার সঙ্গে জড়িয়েছে। এ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, 'এই মন্ত্রীর নামও আমার কাছে এসেছে। সেটি সরকারকে জানানোও হয়েছে।'

     
  • Link to this news (আজ তক)