বড়দিনের আগে কি হাড় কাঁপানো ঠান্ডা পড়বে? জানুন আবহাওয়ার আপডেট
বর্তমান | ১৭ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিসেম্বরেও কড়া ঠান্ডার দেখা নেই কলকাতায়। বরং স্বাভাবিকের কাছাকাছি বা বেশি থাকছে তাপমাত্রা। সাধারণত এই সময় প্রবল শীতের দাপট দেখা যায়। তবে কবে থেকে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে তার কোনো পূর্বাভাস এখনও দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন দেখা যাবে না। আজ বুধবার শহরের তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি । এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ থেকে ১৬ ডিগ্রির আশপাশে থাকবে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে প্রবল কুয়াশার জেরে সকালের দিকে জনজীবনে প্রভাব পড়ছে। দিনের বেলায় মূলত পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকবে। গোটা রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।