• বিহারে নারী প্রকল্পের ১০ হাজার টাকা পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে! ফেরত চাওয়ায় ক্ষুব্ধ প্রাপকরা
    বর্তমান | ১৮ ডিসেম্বর ২০২৫
  • পাটনা: মহিলাদের জন্য প্রকল্পের টাকা জমা পড়েছে পুরুষদের অ্যাকাউন্টে। সেই টাকা ফেরাতে পায়ের ঘাম মাথায় ফেলতে হচ্ছে বিহারের সরকারি আধিকারিকদের। ঘটনার সূত্রপাত বিধানসভা নির্বাচনের আগে। মহিলা ভোটারদের মন জয়ে বিহারে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ চালু করে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার। প্রায় ১ কোটি ৪০ লক্ষ কোটি মহিলাকে ১০ হাজার টাকা করে অনুদানের আশ্বাস দেওয়া হয়। ভোট ঘোষণার কয়েকদিন আগে প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী। প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর দায়িত্বে ছিল সরকারের অধীনস্ত সংস্থা ‘জীবিকা’র। তাদের দাবি, ‘টেকনিক্যাল সমস্যা’র জন্য ভুল করে দ্বারভাঙ্গা জেলার আহিয়ারি গ্রামের কয়েকজন পুরুষের অ্যাকাউন্টে যোজনার টাকা জমা পড়ে যায়। ভুল ধরা পড়ার পর গ্রামবাসীদের টাকা ফেরতের নোটিশ দেওয়া হয়। কিন্তু এতে বেজায় চটেছেন ওই প্রাপকরা। তাঁরা বলছেন, ওই টাকা ছটপুজো ও দেওয়ালিতে খরচ হয়ে গিয়েছে। কেউ আবার ওই টাকা দিয়ে হাঁস ও ছাগল কিনেছেন। এখন টাকা ফেরত দেওয়া অসম্ভব বলে সাফ জানিয়েছেন তাঁরা। এতে ফাঁপরে পড়েছেন সরকারি কর্তারা। 

    নগেন্দ্র রাম নামে আহিয়ারি গ্রামের এক বাসিন্দা বলেন, ‘আমি কোনও আবেদন করিনি। সরকারই আমার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠিয়েছিল। ছট আর দেওয়ালিতে ওই টাকা খরচ করেছি।’ তাঁর বক্তব্য, ‘এখন টাকা ফেরতের জন্য নোটিশ দেওয়া হয়েছে। আমি কোথা থেকে টাকা পাব? একই বক্তব্য বলরাম সাহনি ও রামসাগর কুমার নামে আরও দুই গ্রামবাসীর।

    বিহারের গ্রামোন্নয়নমন্ত্রী শারওয়ান কুমার বুধবার বলেন, ‘জীবিকার আধিকারিকদের কাছে এই নিয়ে সম্পূর্ণ রিপোর্ট চেয়ে পাঠিয়েছি।’ পুরো বিষয়টি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে এনডিএ সরকার। আরজেডি আগেই দাবি করেছিল, প্রকল্পের আড়ালে ‘ভোট কিনতে’ টাকা দেওয়া হচ্ছে। এবার পুরুষদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ার খবরে তাদের অভিযোগই প্রতিষ্ঠিত হল বলে দাবি বিরোধীদের।
  • Link to this news (বর্তমান)