প্রিয়াঙ্কার সঙ্গে ঝগড়ার জেরে বিদেশে গিয়েছেন রাহুল, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
বর্তমান | ১৮ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি: রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে ফাটল? সংসদের শীতকালীন অধিবেশন চলার মধ্যে এমনই দাবি কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টুর। গত বছর লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিট্টু। বুধবার তাঁর দাবি, লোকসভায় প্রিয়াঙ্কা গান্ধীর এবারের ভাষণের পর দাদা রাহুলের সঙ্গে তুল্যমূল্য বিচার শুরু হয়। তাতেই হতাশ হয়ে সংসদের অধিবেশন চলার মধ্যেই জার্মানিতে চলে গিয়েছেন রাহুল।
বিট্টুর দাবি, ‘দুই গান্ধী নিজেদের মধ্যেই লড়ছেন। আমি জানতে পেরেছি, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর ভাষণের তুলনা টেনে আলোচনায় হতাশ রাহুল গান্ধী। আর তাই তিনি দল ও পরিবারের সঙ্গে লড়াই করে অধিবেশনের মাঝেই বিদেশে চলে গিয়েছেন।’ বিট্টুর এই মন্তব্যকে অবশ্য পাত্তাই দিচ্ছে না কংগ্রেস। আর কেন্দ্রীয় মন্ত্রী যাই বলুন না কেন,বাস্তবের সঙ্গে তার কোনও মিল নেই বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনীতির আঙিনায় দাদা ও বোন বরাবর পরস্পরের পাশে দাঁড়ানোর বার্তাই দিয়ে এসেছেন। এমনকি এবারের অধিবেশনেও বন্দেমাতরম নিয়ে বিতর্ক শুরুর আগে রাহুল সাংবাদিকদের বলেছিলেন, প্রিয়াঙ্কার ভাষণ শুনবেন। আবার রাহুলের বিরুদ্ধে বিজেপির রাজনৈতিক আক্রমণের মোকাবিলায় প্রিয়াঙ্কা বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছেন। এবার অধিবেশন চলার মধ্যেই ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের অনুষ্ঠানে যোগ দিতে রাহুল জার্মানি চলে যাওয়ায় প্রশ্ন তুলছে বিজেপি। এই ইস্যুতেও দাদার পাশে দাঁড়িয়ে জবাব দেওয়ার কাজটা সামলাচ্ছেন প্রিয়াঙ্কাই। তাঁর পালটা মন্তব্য, প্রধানমন্ত্রী মোদিজি তো তাঁর কাজের সময়ের অধিকাংশটাই বিদেশ সফরে কাটান। ওরা কেন শুধু বিরোধী দলনেতার বিদেশ সফর নিয়েই প্রশ্ন তোলে? -ফাইল চিত্র