• দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন চার্ট প্রকাশ হবে আরও আগে, নির্দেশ রেল বোর্ডের
    বর্তমান | ১৮ ডিসেম্বর ২০২৫
  • দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: ট্রেনের রিজার্ভেশন চার্ট প্রকাশের নিয়ম আবারও সংশোধন করল রেল। এবার থেকে আরও আগে প্রকাশিত হবে দূরপাল্লার মেল, এক্সপ্রেসের প্রথম সংরক্ষণ তালিকা। বুধবারই এব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে রেল বোর্ডের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে, ভোর ৫টা থেকে বেলা ২টোর মধ্যে যে সব ট্রেন ছাড়বে, তার রিজার্ভেশন চার্ট আগের দিন রাত ৮টার মধ্যে প্রকাশ করতেই হবে। আবার বেলা ২টো থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত যে সব ট্রেন ছাড়বে, সেগুলির সংরক্ষণ তালিকা প্রকাশ হবে যাত্রা শুরুর অন্তত ১০ ঘণ্টা আগে।

    রেলমন্ত্রকের ব্যাখ্যা, এর ফলে দূরপাল্লার মেল, এক্সপ্রেস ট্রেনে টিকিট কনফার্মড না হলে বিকল্প ব্যবস্থা করতে পর্যাপ্ত সময় পাবেন যাত্রীরা। এই নিয়ে দ্বিতীয়বার সংরক্ষণ তালিকা প্রকাশের নিয়মে সংশোধন করল রেল বোর্ড। গত জুলাই মাসে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, কোনও দূরপাল্লার মেল, এক্সপ্রেস ছাড়ার অন্তত আট ঘণ্টা আগে সেটির রিজার্ভেশন চার্ট প্রস্তুত করতে হবে। সেজন্য রীতিমতো সময় বেঁধে দেওয়া হয়। ভোর ৫টা থেকে বেলা ২টো পর্যন্ত যেসব ট্রেন ছাড়বে, সেগুলির ফার্স্ট চার্ট আগের রাত ৯টার মধ্যে প্রকাশ করতেই হবে। এবার সেই সময়সীমা আরও এক ঘণ্টা এগিয়ে দিল রেল বোর্ড। গত জুলাইয়ে আরও বলা হয়েছিল, বেলা ২টো থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত যেসব ট্রেন ছাড়বে, তার ফার্স্ট চার্ট অন্তত আট ঘণ্টা আগে তৈরি করতে হবে। এবার সংশোধিত ব্যবস্থায় সেই সময় দু’ঘণ্টা এগিয়েঅআনা হয়েছে।

    অতীতে ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে প্রথম সংরক্ষণ তালিকা তৈরি হত। রেল যাত্রীদের একটি বড় অংশেরই অভিযোগ ছিল, একেবারে শেষ মুহূর্তে প্রকাশিত তালিকায় সিট কনফার্মড না হলে প্রবল সমস্যায় পড়তেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। নির্ধারিত গন্তব্যে যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণে হিমশিম খেতে হত। এদিন জারি করা নির্দেশিকায় রেল জানিয়েছে, নয়া নিয়মের ফলে শেষ মুহূর্তে যাত্রীদের তাড়াহুড়ো করতে হবে না। তাঁদের উদ্বেগও কমবে। যদিও ট্রেনের দ্বিতীয় সংরক্ষণ তালিকা বা সেকেন্ড রিজার্ভেশন চার্ট প্রকাশের সময়সীমায় কোনও পরিবর্তন করা হয়নি। তা সংশ্লিষ্ট ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগেই প্রস্তুত হবে। সংশোধিত নিয়ম জোনভিত্তিতে অবিলম্বে শুরু করছে রেল। 
  • Link to this news (বর্তমান)