• জীবিত দম্পতি এবার খসড়া তালিকায় হয়ে গেলেন ‘মৃত’
    বর্তমান | ১৮ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার দক্ষিণ বিধানসভার ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ৪/৫৪ নম্বর বুথের রাজবংশী দম্পতি অশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারীকে মৃত বলে খসড়া তালিকায় দেখানো হয়েছে। অথচ তাঁরা দু’জনেই জীবিত। নির্দিষ্ট নিয়ম মেনে এসআইআরের ফর্ম পূরণও করেছিলেন। সংশ্লিষ্ট বুথের বিএলও সেই ফর্ম নির্দিষ্ট অ্যাপে আপলোডও করেছিলেন বলে দাবি করেছেন। তারপরেও কীভাবে ও কেন তাঁদের মৃত বলে তালিকা থেকে বাদ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর বিষয়টি প্রকাশ্যে আসতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে দম্পতির। এখন কী করবেন বুঝে উঠতে পারছেন না। 

    বুধবার কোচবিহারে জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আসেন অধিকারী দম্পতি। অশ্বিনীবাবু পেশায় দিনমজুর। স্ত্রী শিবানী গৃহবধূ। এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে তাঁরা দু’জনই থাকেন। ৬৫ ও ৫০ বছর বয়সে জীবিত অবস্থায় থেকে হঠাৎ করে খসড়া ভোটার তালিকায় নিজেদের মৃত হিসেবে দেখে কার্যত ভেঙে পড়েছেন তাঁরা। 

    শুধুমাত্র এই অধিকারী দম্পতিই নন, কোচবিহারের দেওয়ানহাটের ৮/২০৪ বুথের জীবিত ভোটার আলিমান বেওয়া, মাথাভাঙার এ কে পারাডুবির ২/১১৮ নম্বর বুথের কাজিমা খাতুন, ওই বুথেরই রাহুল হোসেন জীবিত। কিন্তু খসড়া ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে, এমনটাই তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে দাবি করা হয়েছে। মাথাভাঙার শিকারপুরের ৫/৮০ বুথের শোভা বর্মনকে নট ফাউন্ড দেখানো হয়েছে। যাঁদের মৃত ও নট ফাউন্ড দেখানো হয়েছে, তাঁরা প্রত্যেকেই জীবিত ও বাড়িতেই আছেন। আর এই পুরো ঘটনায় কোচবিহারে শোরগোল পড়ে গিয়েছে। 

    এদিন অশ্বিনীবাবু ও শিবানীদেবী বলেন, আমরা সবকিছু নিয়ম মেনেই করেছিলাম। কিন্তু এখন খসড়া ভোটার তালিকায় আমাদের নামের পাশে মৃত দেখানো হয়েছে। কেন এমন হল বুঝতে পারছি না। খুবই চিন্তা ও ভয়ের মধ্যে আছি।  সংশ্লিষ্ট বুথের বিএলও আসকর আলি বলেন, আমার এলাকায় কাগজে কলমে ৬০ জন মৃত রয়েছেন। সেটাই অ্যাপসে দিয়েছিলাম। কিন্তু এসেছে ৬২ জনের নাম। এই দু’জনের নাম কীভাবে সেখানে গেল বুঝতে পারছি না। ওঁরা তো আমার পাশের বাড়িতে থাকেন। বিষয়টি ইআরও’কে জানিয়েছি। 

    জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, জেলায় বেশকিছু জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে। অশ্বিনী ও শিবানী অধিকারী জীবিত থাকা সত্বেও তাঁদের মৃত উল্লেখ করা হয়েছে। এমন আরও তিনজনকে মৃত ও একজনকে নট ফাউন্ড দেখানো হয়েছে বলে আমরা খুঁজে পেয়েছি। এমন আরও কতজন রয়েছেন তা খুঁজে দেখছি। নির্বাচন কমিশন এখনও আন ম্যাপডদের তালিকা প্রকাশ করেনি। দু’বছরের কাজ দু’মাসে করলে যা হওয়ার তাই হল।  শিবানী ও অশ্বিনী অধিকারী।- নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)