৩১সি জাতীয় সড়কের রায়ডাক-২ নদীর সেতু ক্ষতিগ্রস্ত, বাড়ছে উদ্বেগ
বর্তমান | ১৮ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের ৩১সি জাতীয় সড়কের রায়ডাক-২ নদীর সড়ক সেতুতে ভাঙন দেখা দিয়েছে। সেতুতে তৈরি হয়েছে মরণফাঁদ। আর এতে দুর্ঘটনার আশঙ্কা করছে সাধারণ মানুষ। দাবি উঠেছে, অবিলম্বে সেতুর ভাঙন সংস্কার করা হোক।
উল্লেখ্য, অসম সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই ৩১সি জাতীয় সড়ক। সেদিক থেকে এই জাতীয় সড়কের রায়ডাক-২ নদীর সেতুটির গুরুত্ব যে অপরিসীম, তা বলাই বাহুল্য। গুরুত্বপূর্ণ সেতুতে ভাঙন দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। যানবাহন চালক সহ সাধারণ মানুষকে বর্তমানে জীবনের ঝুঁকি নিয়েই সেতুটি ব্যবহার করতে হচ্ছে। ফলে সেতুর দেখভালের দায়িত্ব থাকা জাতীয় সড়ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দাবি উঠেছে, দ্রুত ভাঙন মেরামতের উদ্যোগ নিক জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এতে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন বলেন, সড়ক সেতুতে ভাঙন দেখা দিয়েছে, দেখেছি। বিষয়টি খুবই উদ্বেগের। যেকোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেহেতু এই সেতু জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীনে, তাই এই বিষয়ে আমাদের কিছু করার নেই। যাতে দ্রুত ওই ভাঙা অংশ মেরামত করা হয়, সেই বিষয়ে আমি জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।
এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কারও বক্তব্য মেলেনি। তবে জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার এক কর্মী জানান, শীঘ্রই সেতুর ভাঙন মেরামতের কাজ শুরু করা হবে। নিজস্ব চিত্র