• কাটোয়ায় মৃত ডলফিন উদ্ধারে তল্লাশি বন দপ্তরের
    বর্তমান | ১৮ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাটোয়া: দু’দিন আগে কাটোয়ার ভাগীরথীতে অগ্রদীপের কাছে একটি মৃত পচাগলা ডলফিনের দেহ ভাসতে দেখেছেন স্থানীয় মৎস্যজীবীদের একাংশ। তাঁদের দাবি, জলজ প্রাণীটিকে দেখে মনে হচ্ছে ইলেক্ট্রিক ছিপ দিয়ে মাছ ধরার ফলে তার মৃত্যু হয়েছে। তবে বুধবার সারাদিন বিভিন্ন এলাকা চষে ফেললেও ভাগীরথী থেকে কোনও মৃত ডলফিনের দেহ উদ্ধার করতে পারেনি বনদপ্তরের অফিসাররা। 

    কাটোয়া বনদপ্তরের রেঞ্জার শিবপ্রসাদ সিনহা বলেন, আমরা একটি খবর শুনে বিভিন্ন এলাকায় নৌকা নিয়ে তল্লাশি চালিয়েছিলাম। কিন্তু, কোনও মৃত ডলফিন দেখতে পাইনি। তবে এখনও আমরা তল্লাশি চালাচ্ছি।  আমরা প্রায়ই গাঙ্গেয় ডলফিনের জন্য সচেতনতার প্রচার চালাই। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত দু’বছরের চেয়ে ২০২৫ সালে কাটোয়ায় ভাগীরথীতে গাঙ্গেয় ডলফিনের মৃত্যু হার কমেছে। এবছর মাত্র দুটি মৃত ডলফিন উদ্ধার হয়েছে৷ যদিও ২০২৪ সালে মৃত ডলফিনের সংখ্যা ছিল আটটি। কাটোয়ার ভাগীরথীতে কল্যাণপুর থেকে পাটুলি পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার এলাকা জুড়ে ডলফিনের বিচরণ ক্ষেত্র।  কয়েক বছর আগে ঘটা করে কাটোয়ার শাঁখাই ঘাটে গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ কেন্দ্র গড়ে তুলেছিল বনদপ্তর। ডলফিন নিয়ে গবেষণাও চালাচ্ছে বনদপ্তর। জলজ জীব বৈচিত্র্যর ভারসাম্য বজায় রাখতে নদীকে দূষণ মুক্ত করতে হবে। গাঙ্গেয় ডলফিনকে তার বসবাস যোগ্য করে তুলতে হবে।  ভাগীরথীতে কয়েকটি জোনে যে যতগুলি ডলফিন দেখা গিয়েছে তা ইকোলজির ভিত্তিতে সন্তোষজনক নয়। তবে ডলফিনের সংখ্যা বাড়ছে। অগ্রদ্বীপের বেশ কয়েকজন মৎস্যজীবী বলছেন, দু’দিন আগে একটি মৃত ডলফিন ভেসে যেতে দেখা গিয়েছে। কয়েকজন সেটা মোবাইলে ছবিও তুলেছে।  অগ্রদ্বীপে ভাগীরথীতে মৃত ডলফিন খুঁজতে তল্লাশি চালাচ্ছে বন দপ্তরের অফিসাররা।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)