নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: কোমায় চলে যাওয়া গড়বেতার এক যুবকের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের লোকজন ওই যুবকের মস্তিষ্কে অস্ত্রোপচারের সমস্ত ব্যবস্থা করে দিলেন। বাড়ির ছেলের যথাযথ চিকিৎসা হওয়ায় খুশি যুবকের পরিবার। তন্ময় চক্রবর্তী নামে ওই যুবক চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে খবর।
গড়বেতা থানার সন্ধিপুরের বাসিন্দা তন্ময়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বাইকে চেপে বাড়ি থেকে বেরিয়েছিলেন তন্ময়বাবু। কেশপুর থানা এলাকায় একটি লরির ধাক্কায় তিনি রাস্তার ধারে ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দা ও কেশপুর থানার পুলিশ তন্ময়বাবুকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মস্তিষ্কে গুরুতর আঘাতের কারণে ওই যুবক কোমায় চলে যান। দ্রুত তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার পরিকল্পনা করেন চিকিৎসকরা। খবর পেয়ে মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তী দ্রুত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সঙ্গে যোগাযোগ করেন। তড়িঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সদস্যরা অস্ত্রোপচারের ব্যবস্থা করে দেন। মঙ্গলবার অস্ত্রোপচার হয়। স্থানীয় বাসিন্দা মিঠু প্রতিহার বলেন, এখন তন্ময়বাবু চিকিৎসায় সাড়া দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তী বলেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তন্ময়বাবু। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে কথা দিয়ে রাখতে জানেন। এভাবেই আমাদের সেনাপতি সর্বদা মানুষের পাশে দাড়ান। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, পথ দুর্ঘটনা দিন দিন বাড়ছে। পুলিশ ও প্রশাসনের সেদিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। বহু এলাকায় রাস্তায় আলোর ব্যবস্থা নেই। ফাইল চিত্র