২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের শোকজের জবাব দিলেন ডিজি ও ক্রীড়া সচিব
বর্তমান | ১৮ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বিধাননগর: যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লায়োনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা নিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করেছিল নবান্ন। এই ঘটনা কেন হল? তার কারণ দর্শাতে মঙ্গলবার নির্দেশ দেওয়া হয়েছিল সিপি বিধাননগর মুকেশ কুমার এবং ক্রীড়া সচিব রাজেশ সিনহাকে। সকলকেই ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দিতে নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই শোকজের উত্তর দিয়েছেন ডিজি রাজীব কুমার এবং ক্রীড়া সচিব রাজেশ সিনহা।
বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, ক্রীড়া সচিবের তরফে দেওয়া শোকজের উত্তরে মেসির অনুষ্ঠান পরিকল্পনা মাফিক না হওয়ার উল্লেখ রয়েছে। অর্থাৎ, রাজ্য এই অনুষ্ঠান সম্পর্কে যা বলা হয়েছিল, তেমনটা হয়নি বলেই জানানো হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি শেষ মুহূর্তে পরিকল্পনার বাইরে গিয়ে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল উদ্যোক্তাদের তরফে? আরও জানা গিয়েছে, অনুষ্ঠানের ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা কোনওটারই দায়িত্ব ছিল না ক্রীড়া দপ্তরের। তবে এই সম্পর্কে রাজেশ সিনহা সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি।
প্রসঙ্গত, যুবভারতী কাণ্ড নিয়ে রাজ্য কড়া অবস্থান নেওয়া সত্ত্বেও রাজনীতি করে যাঁরা বাংলাকে ছোট করছেন, তাঁদেরকে ‘বাংলা বিরোধী’ বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মেসি ম্যাচের আয়োজন নিয়ে উদ্যোক্তাদের গাফিলতি রয়েছে এটা প্রমাণিত। সেইসঙ্গে এটা অস্বীকার করার কোনও জায়গা নেই, একাংশের পুলিশের তরফে শিথিলতা বা গাফিলতি রয়েছে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নিয়েছেন। পুলিশ প্রশাসনের পদস্থ কর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হয়েছে।’
রাজ্যের গঠিত কমিটির পরামর্শে তৈরি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটের সদস্যরা বুধবার সকালে যুবভারতী পরিদর্শনে যান। তাঁরা কথা বলেন বিধাননগরের পুলিশ কমিশনারের সঙ্গেও। সূত্রের খবর, ‘মিসম্যানেজমেন্ট’-এর আসল কারণ খুঁজছে সিট। জানতে চেষ্টা করছেন পুলিশ আধিকারিক-কর্মীরা ওইদিন নিজ নিজ দায়িত্ব পালন করেছিলেন কি না। আবার দেখতে চাইছে কীভাবে অনিয়ন্ত্রিত ভিড় জমল মেসির চারপাশে। সেখানে সকলের কি যাওয়ার অনুমতি ছিল তাদের? যদি না থেকে থাকে, কোন পাশের ভিত্তিতে তাঁরা সেখানে পৌঁছোল। বিকেলে ঘটনাস্থলে থেকে ভাঙচুর করা একাধিক জিনিসপত্রের নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। অন্যদিকে, যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার গ্রেফতার হওয়া রূপক মণ্ডলের ছ’দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। সিটের এই চার সদস্যকে সহযোগিতা করতে আরও চারজনকে এই দলে যুক্ত করেছে রাজ্য।