নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আশা ছিল, আর্থিক নীতি সংক্রান্ত শেষ বৈঠকে রেপো রেট কমাবে রিজার্ভ ব্যাংক। তার কারণ, মূল্যবৃদ্ধি নাগালে এসেছে বলে দাবি করেছে কেন্দ্র। তবে চলতি মাসে রেপো রেট শেষপর্যন্ত কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে আসন্ন দিনগুলিতে সেই রেপো কমবে বলে মনে করছেন না প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য (পার্ট টাইম) নীলকণ্ঠ মিশ্র। অ্যাক্সিস ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ নীলকণ্ঠবাবু বলেন, ভবিষ্যতে রেপো না কমার অন্যতম কারণ, মূল্যবৃদ্ধি আবার চড়তে থাকবে। বরং রেট কমনোর চেয়ে দীর্ঘদিন ধরে কম রেটকে টিকিয়ে রাখাই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে জরুরি।
প্রসঙ্গত, ২০২৫ সালে ধাপে ধাপে ১.২৫ শতাংশ রেপো রেট কমিয়েছে আরবিআই। রেপো রেট কমলে, সাধারণত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি আমানত ও ঋণের উপর সুদের হার কমায়। অ্যাক্সিস ব্যাংক সম্প্রতি তাদের রিপোর্টে জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৭.৫ শতাংশ।