• কুমোরটুলির যিশু যাচ্ছেন বেঙ্গালুরু
    বর্তমান | ১৮ ডিসেম্বর ২০২৫
  • সুকান্ত বসু, কলকাতা: কলকাতার কুমোরটুলি থেকে জুবিন গর্গের মূর্তি শুধু অসম যায় না, যিশু খ্রিস্টের মূর্তিও যায় অন্য রাজ্যে। এমনকি বিদেশি পর্যটকরাও কুমোরটুলি থেকে যিশু বা মেরির মূর্তি কিনে নিয়ে যান।

    সামনে বড়দিন। কুমোরটুলিতে এখন চলছে যিশুর মূর্তি বানানোর কাজ। বনমালী সরকার স্ট্রিটে রাজকুমার পালের স্টুডিওতে বড় আকারের যিশু বিক্রি হচ্ছে। তার পাশে সাজানো মেরির মূর্তি। শিল্পী বলেন, ‘ইতিমধ্যেই যিশুর দু’টি মূর্তি বেঙ্গালুরু গিয়েছে। দাম আট হাজার। দোকানে আরও চারটি ফাইবারের যিশু রয়েছে। এই মরশুমেই তা বিক্রি হয়ে যাবে।’ তিনি জানান, পুজো চলে যাওয়ার পর এখন তেমন বড় কোনও পার্বণ নেই। মরা বাজার। টুকটাক যা বিক্রি হয় সেটুকুই লাভ। এ মাসে বিক্রি হবে পৌষকালী।তিনি তিনটি কালী মূর্তি তৈরির বরাত পেয়েছেন। এর পাশাপাশি কুমোরটুলি স্ট্রিটের সুজিত মালাকার তৈরি শেষ করেছেন শোলার যিশু মূর্তি। মূর্তিটি কাচের বাক্সে ভরার কাজ চলছে। সুজিতবাবু বলেন, ‘শোলার তো, একটু আঘাত লাগলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যিশুর এরকম মূর্তির চাহিদা আছে। অনেকে শখ করে বাড়িতে সাজিয়ে রাখেন। অনেকে বড়দিন উপলক্ষ্যে কেনেন। গত দু’মাসে আটটি বিক্রি হয়েছে। কিনেছেন কলকাতায় ঘুরতে আসা দেশ‑বিদেশের পর্যটকরা।’ শিল্পী জানান, আকার এবং কারুকাজের উপর দাম নির্ভর করে।

    শীতের দুপুরে অনেকে কুমোরটুলি ঘুরতে এসেছিলেন। মোবাইলে ছবি তোলার আগ্রহ সবার মধ্যে। শ্রীরামপুরের তন্ময় সাঁতরা এসেছিলেন। বলেন, ‘ছবি তোলা আমার নেশা। পুজোর সময় ছবি তুলতে আসি। এখন বড়দিনের ছবি তুলতে এসেছি।’ সিআইটি রোড থেকে বাবার সঙ্গে এসেছিল ন’বছরের সপ্তর্ষি পাল। সে যিশুর একটি মাঝারি মাপের মূর্তি কিনেছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)