• আজ থেকেই পাঠানো হবে SIR শুনানির চিঠি, দিনভর আর কোন কোন খবরে নজর?
    এই সময় | ১৮ ডিসেম্বর ২০২৫
  • SIR-এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। এ বার শুরু হচ্ছে হিয়ারিং। ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে শুনানির চিঠি পাঠানো শুরু হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক ভাবে, ৩২ লক্ষ আনম্যাপড ভোটারের কাছেই পাঠানো হতে চলেছে শুনানির নোটিস। Logical discrepancy-এরও তালিকা রয়েছে। সেগুলোও বাছাই চলছে। মোট কতজনের কাছে এই নোটিশ পৌঁছবে তা এখনও স্থির নয়।

    বায়ূদূষণে জেরবার দিল্লি। বায়ুদূষণ নিয়ে প্রবল ভোগান্তিতে রাজধানী ও লাগোয়া এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে, আজ বায়ূদূষণ পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে সংসদে। এছাড়াও, সংসদের দুই কক্ষেই পারমাণবিক শক্তি সংক্রান্ত বিল এবং গ্রামীণ রোজগারের জন্য আনা নতুন বিল নিয়ে আলোচনা হতে পারে বা ভোটাভুটিও হতে পারে। লোকসভায় ভি বি রাম জি বিল প্রসঙ্গে সরকারের তরফে জবাবি বক্তব্য রাখবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান, জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

    তিন দেশ সফর শেষে ওমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই ওমানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হতে পারে। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে। দুই দেশের মধ্যে একাধিক সেক্টরে বাণিজ্যিক লেনদেনে গতি আনতে এই পদক্ষেপ।

    আজ, ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ অনুষ্ঠান।

    অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে চলা অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন। দিনভর নজর থাকতে খেলার দিকে।

    চিনে BWF ওয়ার্ল্ড টুর ফাইনালস, গ্রুপ পর্বে নামছে ভারতের পুরুষদের ডাবলস টিম। ভারতের হয়ে ওই ম্যাচে প্রতিনিধিত্ব করবেন সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেঠি।

  • Link to this news (এই সময়)