• শীতের জার্নিতে ‘স্পিড ব্রেকার’ পশ্চিমী ঝঞ্ঝা, স্বাভাবিকের থেকে বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা
    এই সময় | ১৮ ডিসেম্বর ২০২৫
  • শীতের মসৃণ যাত্রায় বাধা পশ্চিমী ঝঞ্ঝার। বড়দিনের আগে কনকনে ঠান্ডা পড়ার প্রত্যাশা করেছিলেন অনেকেই। কিন্তু স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেল তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ২১ তারিখ পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা কম। যদিও আবদবিদদের কথায়, বড়দিনের আগে সামান্য কমতে পারে তাপমাত্রার পারদ। 

    বুধবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার ভোরে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ বুধের থেকেও বেড়েছে বৃহস্পতির সর্বনিম্ন তাপমাত্রা। এ দিন কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। কিন্তু কেন হঠাৎ শীতের জার্নিতে বাধা? আবহবিদরা জানাচ্ছেন, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। পাশাপাশি অসমের উপরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। আর সেই জন্যই শীতের পথে সাময়িক বাধা তৈরি হয়েছে। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। ফলে পরবর্তী তিন দিনে রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। ভোরের দিকে থাকবে কুয়াশার প্রকোপ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে দৃশ্যমানতা। তবে আশার বিষয়, বড়দিনের আগে সামান্য কমতে পারে তাপমাত্রার পারদ। 

    শুক্রবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৫ ডিগ্রি, কালিম্পংয়ে ৯ ডিগ্রি, শিলিগুড়ি ১৪ ডিগ্রি, জলপাইগুড়ি ১১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, হাওড়ার সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার থাকতে পারে ১৫ ডিগ্রি, দমদমে ১৬ ডিগ্রি, সল্টলেকে ১৭ ডিগ্রি, মুর্শিদাবাদে ১৩ ডিগ্রি, বহরমপুরে ১৩ ডিগ্রি, শান্তিনিকেতনে ১২ ডিগ্রি সেলসিয়াস।

  • Link to this news (এই সময়)