• রোগী সুরক্ষায় এবার থেকে হবে ‘‌প্রেসক্রিপশন অডিট’‌
    আজকাল | ১৮ ডিসেম্বর ২০২৫
  • গোপাল সাহা:‌ স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নয়। রোগীদের সঠিক চিকিৎসাই মূল উদ্দেশ্য রাজ্যের স্বাস্থ্য দপ্তরের। আর তাই রাজ্যে ত্রুটিমুক্ত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর। এটা ঘটনা, রাজ্যের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে প্রেসক্রিপশন সংক্রান্ত গুরুতর অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর। গত ছয় মাসে বিভিন্ন জেলা থেকে জমা পড়া প্রেসক্রিপশনের অডিট রিপোর্ট বিশ্লেষণ করে দেখা গেছে, একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিয়ম ভাঙার প্রবণতা এখনও অব্যাহত রয়েছে। যা রোগীর নিরাপত্তা ও চিকিৎসার মানকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।

    স্বাস্থ্য দপ্তরের পর্যবেক্ষণে উঠে এসেছে, বহু ক্ষেত্রে চিকিৎসকদের হাতের লেখা অস্পষ্ট হওয়ায় প্রেসক্রিপশন পড়তে সমস্যা হচ্ছে। এছাড়াও বেড হেড টিকিট (BHT) ও ওপিডি প্রেসক্রিপশনে জেনেরিক নামের পরিবর্তে ব্র্যান্ড নাম ব্যবহারের ঘটনা নিয়মিতভাবে ধরা পড়ছে। বহু প্রেসক্রিপশনে প্রভিশনাল বা ক্লিনিক্যাল ডায়াগনসিস উল্লেখ না থাকায় চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্তে বিভ্রান্তি তৈরি হচ্ছে। 

    সম্প্রতি অডিট রিপোর্ট অনুযায়ী, প্রেসক্রিপশন প্রদানকারী চিকিৎসকের পূর্ণ পরিচয় যেমন স্বাক্ষর, নাম, তারিখ ও সময় অনেকক্ষেত্রেই অনুপস্থিত থাকছে। একই সঙ্গে রোগীর প্রয়োজনীয় ক্লিনিক্যাল তথ্য ও ভিটাল প্যারামিটার না লেখার প্রবণতাও লক্ষ্য করা গেছে। আরও উদ্বেগজনক বিষয় হল, অনেক প্রেসক্রিপশনে ওষুধ সংক্রান্ত নির্দেশ অসম্পূর্ণ থাকছে। যেমন ডোজ, ব্যবহারের ঘনত্ব, চিকিৎসার মেয়াদ কিংবা প্রয়োগের পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে না।

     স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ‘‌Continue All’‌ বা অনুরূপ অস্পষ্ট নির্দেশ ব্যবহার করে আগের চিকিৎসা চালিয়ে যাওয়ার ঘটনাও চিহ্নিত হয়েছে, যা ক্লিনিক্যাল মূল্যায়ন ছাড়াই চিকিৎসা অব্যাহত রাখার ঝুঁকি তৈরি করছে। পাশাপাশি, ওষুধের নাম CAPITAL LETTERS–এ লেখার সরকারি নির্দেশও বহু ক্ষেত্রে মানা হচ্ছে না। 

    এই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তর রাজ্যের সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে কড়া নির্দেশ জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, প্রেসক্রিপশন অবশ্যই স্পষ্ট ও পাঠযোগ্য হতে হবে এবং সম্ভব হলে ব্লক বা প্রিন্টেড অক্ষরে লিখতে হবে। শুধুমাত্র জেনেরিক নামেই ওষুধ লিখতে হবে। ব্র্যান্ড নাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি প্রেসক্রিপশনে রোগ নির্ণয়, রোগীর ভিটাল তথ্য এবং প্রতিটি ওষুধের সম্পূর্ণ চিকিৎসা নির্দেশিকা বাধ্যতামূলক করা হয়েছে।

    এছাড়াও চিকিৎসকের পূর্ণ পরিচয় উল্লেখ করা, অস্পষ্ট নির্দেশিকা পরিহার করা এবং সব ওষুধের নাম CAPITAL LETTERS–এ লেখার বিষয়টি কঠোরভাবে মানতে বলা হয়েছে। 

    স্বাস্থ্য দপ্তর সকল CMOH, MSVP, হাসপাতালের সুপারিনটেনডেন্ট এবং BMOH–দের নির্দেশ দিয়েছে, যাতে এই নির্দেশগুলি মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল, ব্লক ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সহ সব স্তরে পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে নিয়মিত অভ্যন্তরীণ প্রেসক্রিপশন অডিট জোরদার করা ও নিয়মভঙ্গের ক্ষেত্রে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

    স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই নির্দেশিকা বাস্তবায়নের অগ্রগতি এবং পরবর্তী অডিটের ফলাফল সংক্রান্ত একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক। নির্দেশিকা অমান্য করা হলে তা কঠোরভাবে বিবেচনা করা হবে বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলা হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিকে এবং রাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রতিটি দপ্তরকে এই নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যাতে এই নিয়মের অন্যথা না হয়।

     
  • Link to this news (আজকাল)