ডিসেম্বরের মাঝামাঝি এসেও কলকাতায় এখনও সেভাবে শীত পড়েনি। ১৫-১৬ ডিগ্রির ঘরে ওঠানাম করছে পারদ। শহরের সর্বনিম্ন কাপমাত্রা চলে যাচ্ছে স্বাভাবিকের উপরে। জাঁকিয়ে শীত কবে পড়বে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে কলকাতাবাসীর মনে। হাওয়া অফিস কী বলছে? আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া। চলুন জেনে নেওয়া যাক রাজ্যের ২৩ জেলার আপডেট।
আবহাওয়ার পূর্বাভাস
আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই। রাতে ও সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। প্রসঙ্গত, পূর্বে অসম এবং উত্তর–পশ্চিমে জম্মু–কাশ্মীরের উপর অবস্থান করছে একটি করে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি উত্তর–পশ্চিম ভারতের উপর তৈরি হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। আরও একটি ঝঞ্ঝা ঢুকবে আজ–কালের মধ্যেই। উপগ্রহ থেকে তোলা ছবি দেখাছে দেশের পশ্চিমে রাজস্থান থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত গোটা জায়গাটাই ঘন মেঘের আড়ালে। আর তারই প্রভাব পড়ছে কয়েক হাজার কিলোমিটার দূরের বাংলার আবহাওয়ার উপরে। তাই আবহাওয়া দফতর বলছে আগামী পাঁচ থেকে সাত দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত বাংলায় নেই।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু বাড়তে পারে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের উপরেই থাকার সম্ভাবনা। আবহবিদরা জানিয়েছেন, দেশের পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে ঘন মেঘের পর্দা থাকার ফলে ওই দিক থেকে ঠান্ডা ও শুকনো বাতাস ঢুকতে পারছে না। অন্য দিকে উত্তুরে হাওয়ার গতি রুদ্ধ হতেই দক্ষিণ–পূর্ব দিকের জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস ঢুকতে শুরু করেছে দেশের উপকূলবর্তী অঞ্চলে। তার প্রভাবই পড়েছে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা। এই সমস্ত জেলাগুলিতে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে।
উত্তরবঙ্গের আপডেট
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন তাপমাত্রা মোটের উপর শুষ্কই থাকবে। আকাশ মূলত পরিষ্কারই থাকছে। শীতেম আমেজ থাকছে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। হাওয়া অফিস বলছে, পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদা ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আগামী ৫ /৭ দিনে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে ৷ হাওয়া অফিস বলছে, সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় তারতম্য নেই আগামী কয়েকদিনে। মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা এবং ধোঁয়াশা থাকবে। পরে পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যা শীতের আমেজ কমবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি।