দূষণ নিয়ন্ত্রণের শংসাপত্র ছাড়া কোনও গাড়িকে জ্বালানি নয়, নিয়ম লাগু দিল্লিতে, মোতায়েন অতিরিক্ত পুলিশ
বর্তমান | ১৮ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর: বায়ু দূষণের জেরে গোটা দিল্লি কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। দূষণ নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ করেছে দিল্লির বিজেপি সরকার। সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম, নবম শ্রেণি পর্যন্ত অনলাইনে ক্লাস, গ্র্যাপ ৪ লাগু। তবুও দূষণের হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। যার ফলে আরও কঠোর নিয়ম লাগু করা হয়েছে দেশের রাজধানীতে। গতকাল, বুধবার রাত ১২টার পর থেকেই দিল্লির বাইরের নন-প্রাইভেট গাড়ি, যেগুলি বিএস-৬ ইঞ্জিন নয় সেগুলি প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সঙ্গে সমস্ত পেট্রল পাম্পে নির্দেশ জারি করা হয়েছে ‘নো পিইউসি, নো ফুয়েল’, অর্থাৎ দূষণ নিয়ন্ত্রণের শংসাপত্র ছাড়া কোনও গাড়িকে পেট্রল বা ডিজেল দেওয়া হবে না।কোন গাড়ির পর্যাপ্ত পিইউসি নেই, তা দেখার জন্য পেট্রল পাম্পগুলিতে বিশেষ ক্যামেরা ও ভয়েস অ্যালার্ট সিস্টেম চালু করা হয়েছে। যানবাহনের তল্লাশি চালানোর জন্য অতিরিক্ত ৫৮০ জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। কড়া নজরদারি চলছে ১৩৬টি চেকপয়েন্টে। যান চলাচল স্বাভাবিক রেখে দূষণ নিয়ন্ত্রণ করতে ন’টি টোল প্লাজা বন্ধ করে দিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং দিল্লি পুরসভাকে আগেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। একে দূষণে জেরবার দিল্লি। তার মাঝেই পশ্চিমিঝঞ্ঝার জেরে ঘন কুয়াশায় মুড়েছে দিল্লি-এনসিআর চত্বর। দিল্লি এয়ারপোর্টে দেরিতে চলছে একাধিক বিমান। বেশ কিছু দূরপাল্লার ট্রেনও চলছে দেরিতে। যার ফলে চরম দুর্ভোগে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা।