• তাপমাত্রা বাড়ল ১ ডিগ্রি, বড়দিনের আগে জাঁকিয়ে শীত পড়বে না? কী বলছে হাওয়া অফিস
    বর্তমান | ১৮ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে? এটাই এখন লক্ষ টাকার প্রশ্ন শহরবাসীর। ডিসেম্বরের অর্ধেক পার হয়ে গেলেও তাপমাত্রা এখনও ১৪ ডিগ্রির নীচে নামেনি। ১৫ থেকে ১৬ ডিগ্রির আশপাশেই ওঠা নামা করছে। আজ বৃহস্পতিবার  শহরের তাপমাত্রা বেড়ে ১৬.৭ ডিগ্রিতে পৌঁছেছে। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি। গতকালের তুলনায় আজকের তাপমাত্রা ১ ডিগ্রি বেড়েছে। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ থেকে ১৬ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। তবে কবে থেকে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে তার কোনও পূর্বাভাস এখনও দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন দেখা যাবে না। কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার হবে আকাশ। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
  • Link to this news (বর্তমান)