বিরল! মনরেগা থেকে ‘গান্ধী’ হটানো নিয়ে রাত দেড়টা পর্যন্ত তর্ক লোকসভায়, কী বলছে সরকার?
প্রতিদিন | ১৮ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যরাত পর্যন্ত বিতর্ক। ৯৮ সাংসদের ভাষণ। শীতকালীন অধিবেশনে সংসদে এত প্রতিরোধের মধ্যে পড়েনি মোদি সরকার। বস্তুত মনরেগা থেকে মহাত্মা গান্ধীর নাম সরাতে বেশ ভালোমতো কাঠখড় পোড়াতে হচ্ছে শাসক শিবিরকে। এককাট্টা হয়ে কেন্দ্রের প্রস্তাবিত জি রাম জি বিলের বিরোধিতা করছে ইন্ডিয়া ব্লক।
কেন্দ্রের প্রস্তাবিত জি রাম জি বিল নিয়ে বুধবার আলোচনা শুরু হয় সংসদে। দেখতে দেখতে নির্ধারিত সময় পেরিয়ে যায়। পেরিয়ে যায় সংসদ অধিবেশন বন্ধের সময়ও। বিতর্ক থামেনি। শাসক ও বিরোধী মিলিয়ে মোট ৯৮ জন এই বিল নিয়ে নিজেদের বক্তব্য রেখেছেন। বিতর্ক চলে মধ্যরাত পেরিয়ে। রাত ১টা ৩৫ মিনিটে অধিবেশন মূলতুবি ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা। বৃহস্পতিবার এই বিল নিয়ে বিরোধীদের যাবতীয় প্রশ্নের জবাব দেবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান।
মঙ্গলবার ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলে বিল পেশ করেন শিবরাজ চৌহান। মনরেগা বা MGNREGA (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act)-এর নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা VB-G RAM-G (সংক্ষেপে জি রাম জি) করার প্রস্তাব দেওয়া হয় ওই বিলে। প্রস্তাবিত বিলে ১০০ দিনের কাজের পরিমাণ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করা হচ্ছে। এর ফলে রাজ্যগুলির উপর চাপ বাড়ছে। তাছাড়া আগে রাজ্যের চাহিদা অনুযায়ী, এই প্রকল্পে বরাদ্দ করা হত। এবার থেকে কেন্দ্র ঠিক করবে কোন রাজ্যে কত বরাদ্দ করা হবে। ফলে সাধারণ শ্রমিকরা ১০০ দিনের কাজ পাবেনই, তেমন কোনও নিশ্চয়তা থাকছে না। আগে এই বিলে কাজের নিশ্চয়তা ছিল।
মোদি সরকারের প্রস্তাবিত নয়া বিল নিয়ে ইতিমধ্যেই প্রবল আপত্তি জানিয়েছে বিরোধী শিবির। তাঁদের সাফ কথা, বিলের নাম থেকে গান্ধীকে সরানো যাবে না। বিরোধী সাংসদরা সাফ বলছেন, বিলটিকে পাঠাতে হবে সিলেক্ট কমিটিতে। সরকার পক্ষ অবশ্য ভোটাভুটিতে অনড়। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলছেন, “রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, জাতির জনকের নামে কেন প্রকল্পের নাম হবে? আসলে কংগ্রেস চিন্তিত ওরা গান্ধীজির নাম ভাঙিয়ে আর চালাতে পারবে না তাই।”