১৫ বছরে ১০ গুণ বাজেট বৃদ্ধি! সংখ্যালঘু অধিকার দিবসে উন্নয়নের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
প্রতিদিন | ১৮ ডিসেম্বর ২০২৫
নব্যেন্দু হাজরা: সংখ্যালঘু অধিকার দিবসে রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন, ‘সকলকে জানাই সংখ্যালঘু অধিকার দিবসের আন্তরিক শুভেচ্ছা। এটা আমার গর্ব, সংখ্যালঘু উন্নয়নে আমাদের সরকার অভূতপূর্ব কাজ করেছে এবং করে চলেছে।’
মনে করা হয়, রাজ্যে ৩০ শতাংশের কাছাকাছি সংখ্যালঘু ভোটার রয়েছে (যদিও নির্বাচন কমিশন আলাদা করে সংখ্যালঘু ভোটারের কোনও তথ্য দেয় না)। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে সেই সংখ্যালঘুর উন্নয়নের জন্য বাজেট ১০ গুণ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন মমতা। তথ্য দিয়ে তিনি লেখেন, ‘সংখ্যালঘু দপ্তরের প্ল্যান বাজেট ১০ গুণের বেশি বৃদ্ধি করা হয়েছে ? ২০১০-১১ সালের ৪৭২ কোটি টাকা থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ৫ হাজার ৬০২ কোটি টাকার বেশি হয়েছে।’
শুধু বাজেট বৃদ্ধি নয়, তাঁর সরকার সংখ্যালঘুদের উন্নয়নে একাধিক প্রকল্প নিয়েছে, তাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তুলে ধরেছেন ঐক্যশ্রী স্কলারশিপের কথা। মুখ্যমন্ত্রী লেখেন, ‘সংখ্যালঘু স্কলারশিপের ক্ষেত্রে দেশের মধ্যে বাংলা ১ নম্বর। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের টাকায় ‘ঐক্যশ্রী’ স্কলারশিপ চালু করা হয়েছে। ২০১১ সাল থেকে প্রায় ১০ হাজার ২০৮ কোটি টাকা ব্যয়ে ৪ কোটি ৮৫ লক্ষ সংখ্যালঘু স্কলারশিপ প্রদান করা হয়েছে।’
স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছাড়া, শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য আলাদা করে স্টুডেন্ট লোন প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার। সেই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘দেশের ভিতরে বা বাইরে উচ্চশিক্ষার জন্য সংখ্যালঘু ছাত্রছাত্রীদের ৩০ লক্ষ টাকা পর্যন্ত এডুকেশন লোন দেওয়া হচ্ছে। গত প্রায় ১৫ বছরে ৪০ হাজার মতো সংখ্যালঘু ছাত্রছাত্রীকে প্রায় ৩২৭ কোটি টাকার এডুকেশন লোন দেওয়া হয়েছে।’
এছাড়াও সংখ্যালঘু যুবক-যুবতী ও স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যালঘুদের সদস্যদের স্বনির্ভর করার জন্য ১৬ লক্ষ ৩১ হাজার উপভোক্তাকে ৩ হাজার ৯২৬ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা। আরও উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি জানিয়েছেন, এমএসডিপি প্রকল্পের মাধ্যমে ৪ হাজার কোটি টাকার বেশি খরচ করে সংখ্যালঘু- প্রধান এলাকায় প্রায় ২ লক্ষ পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। সংখ্যালঘু দুঃস্থ মহিলাদের গৃহনির্মাণের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে মঞ্জুর করা হচ্ছে। ১৪টি জেলায় ইংরেজি মিডিয়াম মডেল মাদ্রাসা স্থাপন করা হচ্ছে। ৩৮টি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল স্থাপন করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর পোস্টে জানিয়েছেন, ১৪টি জেলায় ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, মাইনরিটি হস্টেল, সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ এবং সংখ্যালঘু স্কিল ডেভেলপমেন্ট বোর্ড গঠন -সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।