• ‘বাপু’র নাম মোছার পথে আরও এক ধাপ! তুমুল হট্টগোলের মধ্যেই লোকসভায় পাশ G Ram G বিল
    এই সময় | ১৮ ডিসেম্বর ২০২৫
  • বিরোধীদের তোয়াক্কা না করেই MGNREGA প্রকল্পের পরিবর্তে প্রস্তাবিত প্রকল্প আনতে লোকসভায় পাশ হয়ে গেল ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ অর্থাৎ G Ram G বিল। শোরগোলের মধ্যেই ক্ষোভে বিলের কপি ছিঁড়ে ফেলেন বিরোধী সাংসদরা। তুমুল হট্টগোল ও চেঁচামেচির জেরে শুক্রবার পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভা।

    শুক্রবার শীতকালীন অধিবেশনের শেষ দিন। তার আগে আজ অর্থাৎ বৃহস্পতিবার যে G Ram G বিল পাশের জন্য শাসকদল মরিয়া হয়ে উঠবে তা প্রত্যাশিতই ছিল। তাই বিরোধীদের প্রবল বাধা সত্ত্বেও সংসদে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নয়া বিল পাশ করিয়ে নিল গেরুয়া শিবির।

    জানা গিয়েছে, এদিন অধিবেশন শুরু হতেই বিলটি স্থায়ী কমিটিতে পাঠানোর দাবি করেন বিরোধীরা। এমনকী ওয়েলে নেমে প্রতিবাদও করেন তারা। কিন্তু আইনটি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে দাবি করেন স্পিকার ওম বিড়লা। এর পরেই পাশ হয়ে যায় বিলয

    শীতকালীন অধিবেশনের শুরুতেই আলোচনায় MGNREGA প্রকল্পের নাম পরিবর্তন। শুধু নাম নয়, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের পরিকাঠামোর পরিবর্তন নিয়েও সরব বিরোধীরা। তাঁদের দাবি যে, এ ভাবে মহাত্মা গান্ধীর নাম অপসারণ আসলে জাতির জনকের প্রতি অপমান। এ ছাড়া বিলটি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিরোধী এবং রাজ্যগুলির উপর আরও বোঝা বাড়াবে।

    সংসদীয় সূত্রের দাবি, লোকসভায় এই বিল পাস করানোর পরেই এ দিনই রাজ্যসভাতেও গায়ের জোরে এই বিল করাতে মরিয়া হয়ে উঠবে সরকারপক্ষ।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)