এই সময়: কলকাতা পুরসভার টক–টু–মেয়র অনুষ্ঠানে পুর আধিকারিকদের হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। সূত্রের খবর পুর কমিশনারের অফিস থেকে সম্প্রতি একটি সার্কুলার জারি করে এই কথা জানানো হয়েছে। নিয়ম করে প্রতি সপ্তাহের শুক্রবার শহরের নাগরিকদের সঙ্গে টেলিফোনে সরাসরি কথা বলেন মেয়র ফিরহাদ হাকিম। ফোনে নাগরিকরা যে সমস্যার কথা জানান, মেয়র সেগুলো সরাসরি পুর আধিকারিকদের সমাধান করার নির্দেশ দেন।
পানীয় জল, রাস্তা, নিকাশি, বেআইনি নির্মাণ, জঞ্জাল অপসারণ, আলো–সহ বিভিন্ন বিষয়ে কলকাতার ১৪৪টি ওয়ার্ডের নাগরিকরা মেয়রের কাছে অভিযোগ জানান। কিন্তু সমস্যা সমাধানের নির্দেশ দিতে গিয়ে মেয়র সংশ্লিষ্ট বিভাগের ডিজি বা কন্ট্রোলিং অফিসারকে খুঁজে পাননি। তাই অনুষ্ঠানে পুরকর্তাদের হাজিরা নিশ্চিত করতে বলা হয়েছে। টক–টু–মেয়র অনুষ্ঠানের দিনে পুরসভার শীর্ষ আধিকারিকরা ছুটি নিতে পারবেন না। তবে শীর্ষ আধিকারিকদের একাংশের প্রশ্ন, সংশ্লিষ্ট দিনে কোনও জরুরি প্রয়োজনে ছুটির দরকার হলে তখন কী হবে ? সূত্রের খবর, তেমন পরিস্থিতি হলে সেটা সরাসরি পুর কমিশনারকে জানাতে হবে। কেন ছুটি, সেই সংক্রান্ত প্রামাণ্য নথিও দাখিল করতে হবে।
পুরসভায় ডিজি পদ মর্যাদার আধিকারিক এবং কন্ট্রোলিং অফিসাররদের টক–টু–মেয়র অনুষ্ঠানে উপস্থিত থাকতেই হবে বলে ওই সার্কুলারে উল্লেখ করা হয়েছে। পাপাশাশ অন্যান্য কাজের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট পুর আধিকারিকদের গুগল মিটে টক–টু–মেয়র অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন পুর কমিশনার।