স্কুল সার্ভিস কমিশনকে যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে আপাতত ‘Kept in abeyance’ অর্থাৎ আপাতত মুলতুবি করে দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছিলেন, বৃহস্পতিবার সেই নির্দেশই ‘Kept in abeyance’ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ।
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সব পক্ষের জবাব হলফনামা আকারে জমা নিয়ে শুনানি করতে হবে। তার পরে সব দিক বিবেচনা করে হাইকোর্ট রায় দেবে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছিল, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী গ্রুপ সি এবং গ্রুপ ডি-র যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। যারা ‘নির্দিষ্ট ভাবে চিহ্নিত অযোগ্য’ নন, তাঁদের তালিকা প্রকাশ করতে হবে। ৮ ডিসেম্বরের আগে এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল স্কুল সার্ভিস কমিশন।