• ৩১ অগস্ট পর্যন্ত বাড়ল ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ, নির্দেশ সুপ্রিম কোর্টের
    এই সময় | ১৮ ডিসেম্বর ২০২৫
  • স্কুল সার্ভিস কমিশন বা SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট। ৩১ অগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন বর্তমানে কর্মরত ‘যোগ্য’রা, নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের। একই সঙ্গে সার্বিক ভাবে নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমাও বাড়ল। নবম-দশম ও একাদশ-দ্বাদশে নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা ৩১ ডিসেম্বরের বদলে বেড়ে ৩১ অগস্ট হলো।

    সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই আবেদনে সাড়া দিল শীর্ষ আদালত। এই নির্দেশের ফলে ৩১ অগস্ট পর্যন্ত বেতন পাবেন ‘যোগ্য’ শিক্ষকরা।

    সুপ্রিম-নির্দেশে খারিজ হয়েছে ২০১৬ সালের SSC-র প্যানেল। সেই খারিজ প্যানেলের ‘যোগ্য’ ১৫ হাজারের বেশি শিক্ষকের চাকরির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল। পর্ষদ গত সপ্তাহে সুপ্রিম কোর্টে আবেদন জানায়, SSC-এর নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ হতে ২০২৬-এর মে মাস গড়িয়ে যাবে। তাই সেপ্টেম্বর পর্যন্ত ‘যোগ্য’দের চাকরির মেয়াদ বাড়ানো হোক। সুপ্রিম কোর্ট অগস্ট অবধি অনুমতি দিয়েছে এ দিন।

  • Link to this news (এই সময়)