রেলের চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করল শালিমার GRP। ধৃতের নাম বিনোদ সাউ। বুধবার রাতে ডোমজুড় থানার আঙ্কুরহাটি এলাকা থেকে পাকড়াও করা হয় অভিযুক্তকে। ধৃতকে ইতিমধ্যেই জেরা শুরু করেছে পুলিশ। বিনোদ ছাড়া আর কেউ এই চক্রে জড়িয়ে রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর, ১১ ডিসেম্বর প্রতারিত এক ব্যক্তি শালিমার GRP থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর পরিচয় গোপন রাখা হয়েছে রেল পুলিশের তরফে। রেল পুলিশের অভিযোগ, রেলের চাকরি পাইয়ে দেওয়ার নামে একাধিক মানুষের থেকে প্রায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।
রেল পুলিশ গোপন সূত্রে জানতে পারে বিনোদের কথা। তিনি আদতে একজন ব্যবসায়ী এবং রেলের স্ক্র্যাপ কেনাবেচার কাজ করেন। সেই সুবাদেই রেলের বিভিন্ন দপ্তরে তাঁর যাতায়াত ছিল। সেই সুযোগকেই কাজে লাগিয়ে বিনোদ প্রথমে মুর্শিদাবাদের তিন যুবককে রেলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে ১০ লক্ষ টাকা করে মোট ৩০ লক্ষ টাকা আদায় করেন বিনোদ। কিন্তু টাকা দেওয়ার পর থেকে কোনও খোঁজ মিলছিল না বিনোদের। টাকা ফেরত না পেয়ে প্রতারিত এক যুবক রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, বিনোদের কাছ থেকে একাধিক জাল পরিচয়পত্র, সিম কার্ড-সহ দুটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়াও ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের দুটি জাল রবার স্ট্যাম্প পাওয়া গিয়েছে। প্রতারণা চক্রের শিকড় কতদূর ছড়িয়ে রয়েছে বা বিনোদ ছাড়া আর কারা যুক্ত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।